Mamata Banerjee: দুর্গাপুজোয় কলকাতায় আমন্ত্রণ, বচ্চনদের সঙ্গে সান্ধ্য-আড্ডা মমতার
Bachchan Family: বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ে পৌঁছেই সটান 'জলসা'য় হাজির হন মমতা।
মুম্বই: কলকাতা চলচ্চিত্র উৎসবে বাঁধাধরা উপস্থিতি তাঁর। রাখি পূর্ণিমাতেও বাংলার 'বোন'কে পাশ পেলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বৃহস্পতিবার মুম্বইয়ে, অমিতাভের বাংলো 'জলসা'য় পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাখি পরান অমিতাভের হাতে। সেখানে তাঁদের স্বাগত জানাতে হাজির ছিল গোটা বচ্চন পরিবার। ওই পরিবার তাঁর খুব কাছের বলে, সেখান থেকে বেরনোর পর জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা।
মুম্বইয়ে পৌঁছেই সটান 'জলসা'য় হাজির হন মমতা
বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ে পৌঁছেই সটান 'জলসা'য় হাজির হন মমতা। ফটক টপকে সোজা ভিতরে ঢুকে যায় তাঁর কনভয়। বেশ খানিক ক্ষণ সেখানে ছিলেন মমতা। তার পর বেরিয়ে আসার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে মমতা বলেন, "অমিতাভ বচ্চন ভারতরত্ন। আমি অন্তত তা-ই বলি। আমার হাতে ক্ষমতা থাকলে, অনেক আগেই ভারতরত্ন ঘোষণা করতাম ওঁকে।"
মমতা আরও বলেন, "আজ এখানে এসেছিলাম। রাখি বেঁধেছি ওঁকে। অমিতাভজি, জয়াজি, অভিষেকজি ঐশ্বর্যাজি, শ্বেতাজি, আরাধ্যা, সকলে একসঙ্গে ছিলেন। আমার সঙ্গে অনেক কথা হল। পুরনো দিন নিয়ে আড্ডা হল বেশ। কলকাতায় জীবন শুরু করেছিলেন অমিতাভজি। জয়াজি আমাদের কাছে আজও নায়িকা। ওঁর ধন্যি মেয়ে ছবিটি খুব জনমপ্রিয়। আমি এই পরিবারকে খুব ভালবাসি। দুর্গাপুজোয় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।"
নিয়ম করে প্রায় প্রতিবছরই কলকাতায় আসেন অমিতাভ, জয়া। কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁদের উপস্থিতি এখন বাঁধাধরা হয়ে গিয়েছে। আগামী চলচ্চিত্র উৎসবে বচ্চনদের পাশাপাশি, বলিউডের তাবড় তারকাকে একমঞ্চে দেখা যাবে বলেও, এদিন ঘোষণা করেন মমতা। 'জলসা' থেকে বেরিয়ে মমতা জানান, কলকাতা চলচ্চিত্র উৎসবে বরাবরের মতো হাজির থাকবেন অমিতাভ। এছাড়াও শাহরুখ, সলমন থাকবেন। দেখা যাবে অনিল কপূরকেও।
গত বিধানসভা নির্বাচনে কলকাতায় তৃণমূলের হয়ে প্রচারও করেন জয়া
বচ্চন পরিবারের সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক মমতার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে, কলকাতায় তৃণমূলের হয়ে প্রচারেও এসেছিলেন জয়া। । সেই সময় মমতার হয়ে জয়া বলেছিলেন, "একা এক মহিলা লড়ে চলেছেন। বাংলাকে জবরদখল হতে দেননি। তাই ছুটে এসেছি আমি।" জয়া নিজেও রাজনীতির সঙ্গে যুক্ত। সমাজবাদী পার্টির সাংসদ তিনি। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বরাবরই সরব জয়া।