WB Corona LIVE: গত গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৯ হাজার ৪৪১ জন, মৃত্যু ১২৪ জনের
রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে করোনা সংক্রমণ
LIVE

Background
WB Corona LIVE Updates: গত গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৯ হাজার ৪৪১ জন, মৃত্যু ১২৪ জনের
রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। দৈনিক করোনা সংক্রমণ ফের ১৯ হাজার পার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ হাজার ৪৪১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৪ জনের, কলকাতায় আক্রান্ত ৪ হাজার ছুঁইছুঁই, মৃত্যু ২৮ জনের। উত্তর ২৪ পরগনাতেও সংক্রমিত প্রায় ৪ হাজার, মৃত ৩৪।
WB Corona LIVE Updates: র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ এলে করতে হবে আরটিপিসিআর, করোনা পরীক্ষায় আইসিএমআরের সংশোধিত নীতিতে নির্দেশ
র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ এলে করতে হবে আরটিপিসিআর’।
‘যা নমুনা আসছে, তার ৩০-৪০ শতাংশ পজিটিভ আসছে’, করোনা পরীক্ষায় আইসিএমআরের সংশোধিত নীতিতে নির্দেশ। জানালেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত।
WB Corona LIVE Updates: করোনা রোগীদের চিকিৎসায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চরম অব্যবস্থার অভিযোগ
করোনা রোগীদের চিকিৎসায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চরম অব্যবস্থার অভিযোগ। রোগীর আত্মীয়দের দাবি, স্বাস্থ্যকর্মীদের উদাসীনতায় সমস্যায় পড়েছেন বহু রোগী। এনিয়ে হাসপাতাল সুপারকে ফোন করা হলে, তিনি প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন।
WB Corona LIVE Updates: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে বসছে অক্সিজেন ট্যাঙ্ক
মালদাতেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে অক্সিজেনের ট্যাঙ্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এই অক্সিজেন ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ২০ কিলো লিটার। শুরু হয়েছে প্রস্তুতি। কয়েকদিনের মধ্যেই করোনা রোগীদের জন্য ট্রমা ইউনিট চত্বরে এই অক্সিজেন ট্যাঙ্ক বসানোর কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এই অক্সিজেন ট্যাঙ্ক বসানোর পর হাসপাতালে করোনা বেডের সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
West Bengal Corona LIVE: কালনা পুরসভার বিরুদ্ধে যত্রতত্র পিপিই কিট ফেলে রাখার অভিযোগ
কালনা পুরসভার বিরুদ্ধে যত্রতত্র পিপিই কিট ফেলে রাখার অভিযোগ। কালনা পুরাতন বাস স্ট্যান্ডে তৈরি হয়েছে করোনা রোগীদের সেফ হোম। চিকিত্সা পরিষেবা পরিচালনার দায়িত্বে কালনা পুরসভা। স্থানীয়দের অভিযোগ, বাস স্ট্যান্ড চত্বরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পিপিই কিট। সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, নিষেধ সত্ত্বেও ফেলা হচ্ছে পিপিই কিট। এনিয়ে পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
