এক্সপ্লোর
Advertisement
WB Election 2021: অধিকারী-গড়ে আজ সভা অভিষেকের
এরই মধ্যে কাঁথিতে এসে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এখনও পর্যন্ত এই সভার পাল্টা কোন কমর্সূচি ঘোষণা করেনি বিজেপি।
ঋত্বিক প্রধান ও সঞ্চয়ন মিত্র, কাঁথি: দীর্ঘ ৬ বছর পর আজ কাঁথির অধিকারী-গড়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ দইসাইয়ে জনসভা করবেন তৃণমূল সাংসদ। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার, পর এই প্রথম কাঁথিতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জনসভায় একে অপরকে আক্রমণ করছেন দুই নেতা।
প্রসঙ্গত, এর আগে সম্পত্তি থেকে নারদকাণ্ড, পূর্ব মেদিনীপুরের তমলুকের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন। জবাব দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু প্রতি আক্রমণই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগও এনেছেন শুভেন্দু। জবাব দিয়েছে তৃণমূল।
গত মাসে ডায়মন্ড হারবারের সভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু কটাক্ষ করেন। তিনি বলেন, “তোমাকে টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে। আর তুমি আমাকে তোলাবাজ বলছ? সুদীপ্ত সেন বলেছিলেন তিনি শুভেন্দুকে টাকা দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে ছ'কোটি টাকা দিয়েছিলেন। ১০ বছর খেয়ে মধু মীরজাফর এখন সাজছে সাধু। সুদীপ্ত সেন আদালতকে চিঠিতে লিখেছিলেন। এমন প্রমাণ আমার বিরুদ্ধে নেই। সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করতেন শুভেন্দু অধিকারী। আমি প্রমাণ দিয়েছি, আমার বিরুদ্ধে প্রমাণ দিতে পারবে?”
আর এরপরই আসরে নামেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নাম না করে তিনি বলেন, বলছে বিজেপিতে তোমায় দেখা গেছিল কাগজে মুড়ে টাকা নিতে। আচ্ছা তোলাবাজ ভাইপো সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, ফিরহাদ হাকিমের কী হবে? ২৭ নভেম্বর আমি মন্ত্রিসভা ছেড়ছি। ১ ডিসেম্বর জেল থেকে সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছে। বিমান বসু, সুজন, অধীর, মুকুল, আমার সবার নাম ঢুকিয়েছে।
এরই মধ্যে কাঁথিতে এসে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এখনও পর্যন্ত এই সভার পাল্টা কোন কমর্সূচি ঘোষণা করেনি বিজেপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement