এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘সিএএ নিয়ে ভুল বোঝানো হয়েছে মুসলিম ভাইদের’, ভাগবতের মন্তব্যের পাল্টা ওয়েইসি, ‘আমরা বাচ্চা খোকা নই’!
মুসলিমদের ভুল বোঝানো হয়েছে বলে সঙ্ঘ প্রধানের দাবি উড়িয়ে ওয়েইসি ট্যুইট করেছেন, আমরা বাচ্চা ছেলে নই যে বিপথে চালিত হব। সিএএ, এনআরসি একসঙ্গে মিলে যে কী ফল হবে, সে ব্যাপারে বিজেপির মুখে একটি কথাও নেই।
![‘সিএএ নিয়ে ভুল বোঝানো হয়েছে মুসলিম ভাইদের’, ভাগবতের মন্তব্যের পাল্টা ওয়েইসি, ‘আমরা বাচ্চা খোকা নই’! We are not kids, Owaisis reply to Mohan Bhagwats some people misled our Muslim brothers ‘সিএএ নিয়ে ভুল বোঝানো হয়েছে মুসলিম ভাইদের’, ভাগবতের মন্তব্যের পাল্টা ওয়েইসি, ‘আমরা বাচ্চা খোকা নই’!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/09120426/Asaduddin-Owaisi2-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে দেশের মুসলিমদের ভুল বোঝানো হয়েছে বলে মোহন ভাগবতের মন্তব্যকে কটাক্ষ আসাদুদ্দিন ওয়েইসির। দশেরা উপলক্ষ্যে দেওয়া বার্ষিক ভাষণে আরএসএস প্রধান সিএএ-বিরোধী প্রতিবাদ-আন্দোলন নিয়ে বলেন, সিএএ কোনও বিশেষ ধর্মের বিরুদ্ধে নয়। কিন্তু যারা এই নতুন আইনের বিরোধী, তারা আমাদের ‘মুসলিম ভাইদের’ ভুল বুঝিয়েছে, মিথ্যা প্রচার করেছে যে, এর লক্ষ্য মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। সিএএ-কে হাতিয়ার করে প্রতিবাদ-বিক্ষোভের নামে গুন্ডাবাজি করেছে, হিংসা ছড়িয়েছে সুবিধাবাদীরা।
We're not kids to be 'misguided'. BJP didn't mince words about what CAA+NRC were meant to do. If it's not about Muslims, just remove all references to religion from the law? Know this: we'll protest again & again till there are laws that require us to prove our Indianness...[1] https://t.co/uccZ8JTjsi
— Asaduddin Owaisi (@asadowaisi) October 25, 2020
পাল্টা প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুন মুসলিমিন সভাপতি ওয়েইসির বিদ্রূপ, মুসলিমরা বাচ্চা খোকা নয় যে, বিভ্রান্ত হবে। মুসলিমদের ভুল বোঝানো হয়েছে বলে সঙ্ঘ প্রধানের দাবি উড়িয়ে তিনি ট্যুইট করেছেন, আমরা বাচ্চা ছেলে নই যে বিপথে চালিত হব। সিএএ, এনআরসি একসঙ্গে মিলে যে কী ফল হবে, সে ব্যাপারে বিজেপির মুখে একটি কথাও নেই। যদি এটা মুসলিমদের ব্যাপারে না হয়, তবে ওই আইন থেকে ধর্মের যাবতীয় রেফারেন্স, প্রসঙ্গ বাদ দিন। সেইসঙ্গে ওয়েইসির সংযোজন, জেনে রাখুন, আমাদের ভারতীয়ত্বের প্রমাণ দেওয়ার জন্য যতদিন আইন থাকবে, আমরা বারবার বিরোধিতা, প্রতিবাদ করব।
বিহারে সামনেই বিধানসভা নির্বাচন,যাতে ওয়েইসির দল জোটের অঙ্গ হিসাবে ২৪টি লড়ছে। তাই তিনি ভাগবতের সিএএ-বিরোধী আন্দোলন প্রসঙ্গে মন্তব্যের নিন্দা করতে গিয়ে নিশানা করেন কংগ্রেস, আরজেডি-কেও। লেখেন, ধর্মকে নাগরিকত্বের মাপকাঠি, ভিত্তি ধরে যে কোনও আইনের বিরোধিতা করব। আমি কংগ্রেস, আরজেডি ও তাদের সাঙ্গপাঙ্গদেরও বলতে চাই, আন্দোলনের সময় আপনারা নীরব থাকার কথা ভুলে যাইনি। বিজেপি নেতারা যখন সীমাঞ্চলের লোকজনকে ঘুসপেটিয়া (অনুপ্রবেশকারী) বলে দেগে দিয়েছিল, তখন একবারও মুখ খোলেনি আরজেডি-কংগ্রেস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)