Weather Update: ভারতে উষ্ণতম গ্রীষ্ম! এপ্রিল থেকে জুন তাপপ্রবাহের সতর্কতা এই রাজ্যগুলিতে
Weather Update News: চলতি কথায় আমরা বলেই থাকি, মে-জুন মাসের গরম। অর্থাৎ ধরেই নেওয়া হয়, সবচেয়ে তীব্র গরমটা পড়ে মে-জুন মাসেই।

কলকাতা: মার্চের শেষ সপ্তাহ থেকেই দহন জ্বালা। মাঝে ১-২ দিন একটু হাওয়া দিলেও, পরিস্থিতি তেমন বদলাচ্ছে না কিছুতেই। সকালে রাস্তায় বেরোলেই অস্বস্তিকর গরম, সঙ্গে দোসর আর্দ্রতা। কলকাতা থেকে জেলা, সব জায়গাতেই কমবেশি ছবিটা একই। তবে এই ছবি যে শুধু পশ্চিমবঙ্গের, তা বললে ভুল হবে একেবারেই। দেশের একাধিক গ্রীষ্মপ্রধান রাজ্য়ের ছবিগুলি মোটামুটি একই। যে জায়গাগুলোয় মার্চে মনোরম পরিবেশ থাকে, সেই সমস্ত রাজ্যেই তীব্র গরম অনুভূত হচ্ছে মার্চের মাঝামাঝি থেকেই। চড়চড় করে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা, সঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে আর্দ্রতা। পরিবেশবিদেরা বলছেন, এপ্রিল এবং জুন মাসে চলতি বছর গোটা ভারত যে গরম অনুভব করবে, তা এর আগে কখনও করেনি।
খবরটা সত্যিই ভয়ের। চলতি কথায় আমরা বলেই থাকি, মে-জুন মাসের গরম। অর্থাৎ ধরেই নেওয়া হয়, সবচেয়ে তীব্র গরমটা পড়ে মে-জুন মাসেই। কিন্তু এবার মার্চ থেকেই যেমন অস্বস্তিকর পরিস্থিতি চারিদিকে, তাতে মে জুন মাসের গরমের কথা ভাবলে আতঙ্কিত হয়ে উঠছেন অনেকেই। মধ্য ও পূর্ব ভারতে ও উত্তর ভারতের দিকে এপ্রিল ও জুন মাসে তীব্র গরম পড়বে বলে সতর্ক করে দিচ্ছে IMD।
IMD জানাচ্ছে, চলতি বছরে দেশের অধিকাংশ রাজ্যেই স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। তবে দক্ষিণ ও পূর্ব ভারতে তাপমাত্রা তুলনামূলক ভাবে স্বাভাবিক থাকবে বলেই জানা যাচ্ছে। গরম থাকবে বটে, তবে তা ততটা অসহনীয় হবে না দক্ষিণ ও পূর্ব ভারতে। প্রত্যেক বছরের মতোই গরম পড়বে। আজ IMD -এর প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র এই কথা একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন।
এপ্রিল মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত উত্তর, পূর্ব ও মধ্য ও উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে বেশি গরম পড়বে। স্বাভাবিকের থেকে বেশিদিন তাপপ্রবাহ হতে পারে এই জায়গাগুলিতে। তবে ভারতে বাকি জায়গাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু গরমের হাত থেকে নিস্তার নেই।
অন্যদিকে, সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল। পরে মূলত পরিষ্কার আকাশ ছিল। তাপপ্রবাহ থেকে আংশিক স্বস্তি পাওয়া গিয়েছে। তবে হট-ডে পরিস্থিতি আজও দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হট-ডে পরিস্থিতি। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। তাপমাত্রার থেকেও বেশি হবে ফিল লাইক টেম্পারেচার। মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে।





















