WB Corona Cases: রাজ্যে দৈনিক মৃত্যুতে নয়া রেকর্ড, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ হাজার ছুঁইছুঁই
রেকর্ড গড়ল দৈনিক মৃ্ত্যুর সংখ্যা।

কলকাতা: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ১৫ হাজার ৯৯২ জন। রেকর্ড গড়ল দৈনিক মৃ্ত্যুর সংখ্যাও। এরাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। শুধুমাত্র কলকাতা ও উত্তর ২৪ পরগনা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৭ হাজার।
আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত ১১ হাজার ৯ জন। এপর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জন। রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগী বাড়ল ৬ হাজার ১৪৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯৪ হাজার ৯৪৯ জন। কলকাতায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৫ জন। জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের। আজ রাজ্যে সুস্থ হয়েছেন, ৯ হাজার ৭৭৫ জন। মোট সুস্থ হয়েছেন, ৬ লক্ষ ৫৩ হাজার ৯৮৪ জন। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ৫৬২ জনের। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ২৪ হাজার ৯৬৭ জন।
রাজ্যে করোনা সংক্রমণের সুনামি ভয়াবহ চেহারা নিচ্ছে। গতকাল, রবিবারের বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে ১৬ হাজার ছুঁইছুঁই। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয় ৫৭ জনের। গতকালও শুধুমাত্র কলকাতাতেই সংক্রমণ প্রায় ছুঁয়ে ফেলেছে ৪ হাজারের গণ্ডি। কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৩ হাজার ৭৭৯ জন। মৃত্যু হয় ১৮ জনের। কার্যত একই অবস্থা উত্তর ২৪ পরগনার। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হন ৩ হাজার ১৪০ জনের।
উল্লেখ্য, আরও ৯৩টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য। ইতিমধ্যেই ৫টি প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র। পাইপলাইনের মাধ্যমে সব হাসপাতালে সরবরাহ করা হবে অক্সিজেন। আজ, সোমবার মমতা নির্বাচন কমিশনের লিখিত অনুমতি নিয়ে কোভিড মোকাবিলায় নবান্ন এসে মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে হাসপাতালের বেড সহ পরিকাঠামো নিয়ে রিপোর্ট নেন তিনি।






















