WB Corona Cases: ফের নয়া রেকর্ড, একদিনে রাজ্যে সংক্রমিত ১৭ হাজারের বেশি, মৃতের সংখ্যা ৭৭
ফের দৈনিক সংক্রমণে নয়া রেকর্ড রাজ্যে
কলকাতা: বাংলায় আরও ভয়ঙ্কর রূপ নিল করোনা। ফের নয়া রেকর্ড, একদিনে রাজ্যে সংক্রমিত ১৭ হাজার ২০৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই ২২ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৬। ভোটের আগে বীরভূমে সংক্রমণে ৪জনের মৃত্যু। উদ্বেগ বাড়াল দার্জিলিং।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে সংক্রমিত ৩ হাজার ৮২১। উঃ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৩ হাজার ৭৭৮। হাওড়ায় একদিনে আক্রান্ত ৯৫৫। ৫জনের মৃত্যু হয়েছে জেলায়। হুগলিতে একদিনে আক্রান্তের সংখ্যা ৮৮২। মৃতের সংখ্যা ৫। বীরভূমে একদিনে আক্রান্ত ৭৮২। দার্জিলিঙে একদিনে সংক্রমিত ৩৯৫, ৩জনের মৃত্যু। জলপাইগুড়িতে একদিনে আক্রান্ত ২৪২, ৫জনের মৃত্যু। একদিনে ৬৯০ জন সংক্রমিত হয়েছেন নদিয়ায়। জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।
এখনও পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ১৫৯। গত ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৩৩ জন। সুস্থতার হার ৮৫.২৬ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩১ হাজার ১৪৬। রাজ্যে অ্যাক্টিভ কেস বাড়ল ৫ হাজার ১৯৭। মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৫ হাজার ৮১২।
এদিন করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কল্পবিজ্ঞান, রহস্য রোমাঞ্চ থ্রিলারের জনপ্রিয় লেখক অনীশ দেব। গত ২১ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে ৭টা ২০ নাগাদ পার্ক সার্কাসের কাছে এক নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। গতকাল রাতেই পরিবারকে জানানো হয়, লেখকের শারীরিক অবস্থা সঙ্কটজনক। রাতে প্লাজমা ডোনার জোগাড় করা হলেও অবস্তার অবনতি হওয়ায় প্লাজমা দেওয়া যায়নি বলে পরিবার সূত্রে খবর। মৃতদেহ সত্কারের দয়িত্ব নিয়েছে কলকাতা পুরসভা। নার্সিংহোমে শেষ দেখা করে যান লেখকের মেয়ে। অন্যদিকে করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ শান্তনু সেন। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।