WB Corona Cases: উদ্বেগ বাড়িয়ে সাড়ে ১৭ হাজার পার দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যা
গতকালের তুলনায় কমল মৃতের সংখ্যা
কলকাতা: বাংলায় বেলাগাম করোনা। উদ্বেগ বাড়িয়ে সাড়ে ১৭ হাজার পেরিয়ে গেল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১৫। গতকালের তুলনায় কমল মৃতের সংখ্যা। মৃত্যু হয়েছে ৯২ জনের।
আজ, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৬৩ হাজার ৩৯৩। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৩৯ জন। আজ রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৫ হাজার ৫৮৭ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪২ জন, মৃত্যু ২৩ জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৪২, মৃত্যু ২৯ জনের। সুস্থতার হার ৮৪.৯৪ শতাংশ। বর্তমানে ৪৫ হাজার ৯৪২ জন হোম কোয়ারান্টিনে আছেন। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ হাজার ৮৩৬। মোচ অ্যাক্টিভ কেস ১ লক্ষ ১৮ হাজার ৪৯৫।
গতকাল স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, করোনার বলি হয়ে একদিনে মৃতের সংখ্যা একশোর গণ্ডি পেরিয়ে যায় রাজ্যে। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারণ ভাইরাসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ১০৩ জন। শুধুমাত্র উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃ্ত্যু হয়। কলকাতাতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১৯ জনের। বুলেটিনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫১২ জন।
এদিকে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসছে তৃণমূল। আর এই ছবি স্পষ্ট হতেই করোনা মোকাবিলার উপর জোর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন বিজয় মিছিল নয়, বরং কোভিডে অনেকে আক্রান্ত, তাঁদের জন্য কিছু করুন। একইসঙ্গে টিকাকরণ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশবাসীকে ফ্রিতে ভ্যাকসিন দিতে হবে। কেন্দ্রের কাছে ফ্রিতে ভ্যাকসিন চাইব। কেন্দ্রের উচিত বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া। আমি বিনামূল্যে ভ্যাকসিন দেব রাজ্যে। শুধু তাই নয়, ভ্যাকসিন নিয়ে আন্দোলনে যাবেন তিনি তাও জানিয়েছেন তৃণমূল নেত্রী।