WB Election 2021: ব্যানার ছিঁড়ে ফ্লেক্সে কালি দেওয়ার অভিযোগ, রাস্তা অবরোধ গেরুয়া শিবিরের
প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি।এদিন সকালে ব্যারাকপুরের কুণ্ডুবাড়ি মোড় এলাকায় দেখা যায়, বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে লাগানো ফ্লেক্সে কেউ বা কারা কালি লেপে দিয়েছে।খবর জানাজানি হতেই, ঘটনাস্থলে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, তৃণমূলের মদতেই একাজ হয়েছে। প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে গেরুয়া শিবির। যদিও, তৃণমূলের দাবি, এই ঘটনায় তাদের দলের কেউ জড়িত নয়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ইছাপুরের পর ব্যারাকপুর। বিজেপির পরিবর্তন যাত্রার ব্যানার ছিঁড়ে দেওয়ার পর, এবার ফ্লেক্স লেপে দেওয়া হল কালি। এবারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে আজ সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে গেরুয়া শিবির। ঘটনায় দলের যোগ নেই, দাবি তৃণমূল নেতৃত্বের।
পরপর দু’দিন। শনিবার ইছাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে লাগানো ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছিল। আর, রবিবার ব্যারাকপুরে বিজেপির ফ্লেক্সে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটল।
প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি।এদিন সকালে ব্যারাকপুরের কুণ্ডুবাড়ি মোড় এলাকায় দেখা যায়, বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে লাগানো ফ্লেক্সে কেউ বা কারা কালি লেপে দিয়েছে।খবর জানাজানি হতেই, ঘটনাস্থলে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, তৃণমূলের মদতেই একাজ হয়েছে। প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে গেরুয়া শিবির। যদিও, তৃণমূলের দাবি, এই ঘটনায় তাদের দলের কেউ জড়িত নয়।
পুলিশি ব্যবস্থার আশ্বাসে আধঘণ্টা পর অবরোধমুক্ত হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে। বুধবার ব্যারাকপুরের ওপর দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার রথ যাবে। তার আগে পরপর দু’দিন উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলের দুই এলাকায় বিজেপির ব্যানার ছেঁড়া ও ফ্লেক্সে কালি লাগানোর ঘটনায় উত্তপ্ত এলাকা।