WB Election 2021: রাজ্যে ভোটের আগে ওয়াই প্লাস নিরাপত্তা মিঠুন চক্রবর্তীকে
এর আগে জানা গিয়েছিল যে, পশ্চিমবঙ্গে বিজেপির তারকা প্রচারক তালিকায় নাম থাকা সাতজনকে নিরপত্তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের মধ্যে মিঠুন ও সাংসদ নিশিকান্ত দুবেকে ওয়াই প্লাস পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁদের ওয়াই প্লাস নিরাপত্তা দানের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক।
ওপি তিওয়ারি, নয়াদিল্লি: মিঠুন চক্রবর্তী ও নিশিকান্ত দুবের জন্য নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক। সূত্রের খবর,পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলাকালে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চলচ্চিত্র তারকা স্থায়ীভাবে নিরাপত্তা দেওযা হবে এবং তাঁদের দুজনকেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
এর আগে জানা গিয়েছিল যে, পশ্চিমবঙ্গে বিজেপির তারকা প্রচারক তালিকায় নাম থাকা সাতজনকে নিরপত্তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের মধ্যে মিঠুন ও সাংসদ নিশিকান্ত দুবেকে ওয়াই প্লাস পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁদের ওয়াই প্লাস নিরাপত্তা দানের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র অনুযায়ী, মন্ত্রকের ভিআইপি নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে গোয়েন্দা সংস্থাগুলি মারফৎ খবর আসে যে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলাকালে বড় ধরনের হিংসা ছড়াতে পারে। এর শিকার হতে পারেন কয়েকজন শীর্ষ নেতা। এই তথ্যের ভিত্তি বিভাগ বিষয়টি খতিয়ে দেখে এবং মিঠুন ও নিশিকান্তকে ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা-কবচ দেওয়া হয়।
মন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ভোটের প্রচার চলাকালেই ওই নিরাপত্তা পাবেন নিশিকান্ত। কিন্তু পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মিঠুনের নিরাপত্তা বহাল থাকবে। সূত্রের খবর, দুজনকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিরাপত্তা দেবে। তাঁদের সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন সিআইএসএফের ১১ জনের বেশি নিরাপত্তা কর্মী। এই জওয়ানদের মধ্যে থাকবেন কমান্ডো থেকে শুরু করে শ্যুটারও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের বক্তব্য অনুযায়ী, দুজনেই নিরাপত্তা বন্দোবস্ত সম্পর্কে নির্দেশ জারি করা হয়েছে এবং বৃহস্পতিবার সন্ধের মধ্যেই নিরাপত্তা পেয়ে যাবেন মিঠুন।
এছাড়াও আরও চার-পাঁচ জনের নিরাপত্তা নিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভায় মিঠুন বিজেপিতে যোগ দেন। বিজেপির তারকা প্রচারক তালিকাতেও রয়েছে তাঁর নাম।