(Source: Poll of Polls)
West Bengal News Live : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭২৭, মৃত্যু ৭ জনের
Get the latest West Bengal News and Live Updates : রাজ্যের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE
Background
পূর্ব বর্ধমানের (East Burdwan) ভাতারে করোনা (Coronavirus) আক্রান্ত তরুণীর বিয়ে রুখলেন বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক। তরুণীর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার। ঘটনায় পাত্রীর বাবার যুক্তি, মেয়ের উপসর্গ না থাকায় বিয়ে থেকে পিছিয়ে আসেননি তিনি।
রেশন (Ration) পেতে সমস্যায় পড়েছেন বারাসাত ১ নম্বর ব্লকের বাসিন্দারা। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। দেড় লক্ষেরও বেশি রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার সংযোগ করা সম্ভব হয়নি। বিজেপির দাবি, রেশন ডিলারদের দুর্নীতির জন্যই এই হেনস্থা। দুর্নীতি-যোগ উড়িয়ে তৃণমূলের দাবি, গাফিলতির দায় ভারপ্রাপ্ত সংস্থার।
চিংড়িঘাটা উড়ালপুলে (Flyover) একের পর এক দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরেই তত্পর পুলিশ-প্রশাসন। পথচলতি মানুষ, বাসচালকদের সতর্ক করতে মাইক নিয়ে চলল প্রচার। সল্টলেক সেক্টর ফাইভেও বাড়ানো হল নজরদারি। বাস চালক ও কনডাক্টরদের সঠিক জায়গায় বাস থামাতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, বাসের জন্য নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পরামর্শ দেওয়া হয় যাত্রীদের। সিগনাল অমান্য করে অথবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া নিয়ে সতর্ক করা হয়। হেডফোন লাগিয়ে রাস্তা পার হতে গিয়ে পুলিশ কর্মীদের হাতে ধরাও পড়েন অনেকে। সেইসমস্ত পথচারীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
শহরের উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হবু স্বামী। চলতি মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। অভিযোগ, তার আগেই হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে কলকাতার নামী হোটেলের বার ম্যানেজার অভিজিত্ সর্দারের বিরুদ্ধে। মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, জোর করে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। সোমবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রেমিককে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
West Bengal News Live: ক্লাবে অনুশীলনের সময়ে মাঠেই মৃত্যু খুদে ফুটবলারের
শ্যামবাজারের ক্লাবে অনুশীলনের সময় মর্মান্তিক পরিণতি। মাঠেই মৃত্যু হল খুদে ফুটবলারের। নাম, সুকদেব সাহা। খান্নার বাসিন্দা সুকদেব স্কটিশ চার্চ স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। শ্যামবাজারের একটি ক্লাবের অনূর্ধ্ব ১৪ দলের সদস্য ছিল সে। পরিবারের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। যদিও, ক্লাব কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছে, অসুস্থ ছিল ওই ফুটবলার। মৃত ফুটবলারের বাড়ির লোকেরা অবশ্য তা খারিজ করে দিয়েছেন।
WB News Live Updates : ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল,পূর্ব মহিলা থানা চত্বরের মধ্যে ফের আক্রান্ত তৃণমূল
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। আগরতলা পূর্ব মহিলা থানা চত্বরের মধ্যে ফের আক্রান্ত তৃণমূল। থানা থেকে বেরনোর সময় সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় হামলা।
সাংবাদিকদের কুণাল ঘোষ সাক্ষাৎকার দেওয়ার সময় হামলা। দুষ্কৃতী হামলায় রক্তাক্ত সাংবাদিক। আগরতলা পূর্ব মহিলা থানার ভিতরেই ছিলেন সায়নী ঘোষ। পরে ত্রিপুরায় মহিলা পুলিশের ঘেরাটোপে থানা থেকে বার করে নিয়ে যাওয়া হয় সায়নীকে।
West Bengal News Live : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭২৭, মৃত্যু ৭ জনের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭২৭, মৃত্যু ৭ জনের।কলকাতায় একদিনে সংক্রমিত ২৩১ জন, মৃত্যু ১ জনের।উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১৪৭ জন, মৃত্যু ২ জনের
WB News Live Updates : কাল কলকাতা-হাওড়ায় পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক
কাল রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক। কলকাতা-হাওড়ায় পুরভোট নিয়ে সর্বদল বৈঠক।১০টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক হবে
West Bengal News Live : জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল নেতাকে গুলি
জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল নেতাকে গুলি। তৃণমূলের বুথ সভাপতি মহম্মদ সুলেমানকে গুলি।বাড়ি ফেরার পথে চায়ের দোকানের সামনে হামলা।গুলি লেগেছে মাথায়, দাবি রাজগঞ্জের তৃণমূল বিধায়কের।আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে শিলিগুড়ি।বাইক আরোহী দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি