West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় বীরভূমে গ্রেফতার ৩
Get the latest West Bengal News and Live Updates: ‘প্রকল্পের সুবিধা না পেয়ে কতজন অভিযোগ করেছেন?’ মামলাকারীকেও হলফনামা দিয়ে জানাতে বলল হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি।
LIVE
Background
আগরতলা (Agartala) পূর্ব মহিলা থানায় সায়নী (Saayoni Ghosh) থাকাকালীন ফের আক্রান্ত তৃণমূল (TMC)। কুণাল ঘোষ এবিপি আনন্দকে সাক্ষাৎকার দেওয়ার সময় হামলা, রক্তাক্ত সাংবাদিক। থানা থেকে সরানো হল সায়নীকে। হোটেলে হানা পুলিশের (Tripura Police)। সায়নীকে জিজ্ঞাসাবাদের সময় আগরতলা পূর্ব মহিলা থানায় তাণ্ডব। হেলমেটধারীদের হামলা, ইটবৃষ্টি, একাধিক গাড়িতে ভাঙচুর। মাথা ফাটল তৃণমূল কর্মীর। আগরতলায় খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূলের সায়নী ঘোষ। বিজেপির দলদাস পুলিশ, আক্রমণ কুণালের। সঠিক পদক্ষেপ, পাল্টা ত্রিপুরা বিজেপি।
আজ ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। পদযাত্রা নিয়ে অনিশ্চয়তা, পুলিশের অনুমতি নিয়ে সংশয়। নির্লজ্জ বিপ্লব দেব সরকার। আক্রমণ অভিষেকের। সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, পাল্টা বিজেপি। পুরভোটের আগে অশান্ত ত্রিপুরা, দিল্লি গেলেন ১৫ জন তৃণমূল সাংসদ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইল তৃণমূল। আজ সকালে দিল্লিতে ধর্না। আজ আগরতলায় ব্রাত্য।
সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরাই তৃণমূলে। বিষপানকারী পাঁচ শিক্ষিকা সহ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মিশে গেল শাসক দলে।
ক্যানিংয়ে বাড়ির সামনে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি। এসএসকেএমে মৃত্যু। এফআইআরে নাম থাকা এগারো জনের মধ্যে গ্রেফতার ৩, অধরা মূল অভিযুক্ত।
মূল অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতির ঘনিষ্ঠ, দাবি পরিবারের। আইন আইনের পথে চলব, প্রতিক্রিয়া শৈবাল লাহিড়ির। নেপথ্যে বিজেপি, দাবি শওকতের। তৃণমূলের কোন্দলের জের, পাল্টা সুকান্ত।
এবার জলপাইগুড়িতে তৃণমূলের বুথ সভাপতিকে গুলি। মাথায় লেগেছে গুলি, দাবি রাজগঞ্জের তৃণমূল বিধায়কের। বাইক আরোহী দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি।
হোমে শিশু নির্যাতনের অভিযোগ। শালকিয়ায় বিক্ষোভ বিজেপির। নেপথ্যে আরও বড় মাথা। গ্রেফতার না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি।
আজ রাজ্য নির্বাচন কমিশনে কলকাতা-হাওড়ার পুরভোট নিয়ে সর্বদল বৈঠক। ১০টি রাজনৈতিক দলকে নিয়ে হবে বৈঠক, রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।
ফের শাসকের সঙ্গে সংঘাতের পথে রাজভবন ? বিএসএফ বিতর্কের পর এবার হাওড়া পুর নিগম। বিল সংশোধনের যাবতীয় তথ্য তলব রাজ্যপালের। এক্তিয়ার জানা নেই, পাল্টা সৌগত।
এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস। দশম ও দ্বাদশের ক্লাস সোম-বুধ-শুক্র, নবম-একাদশের ক্লাস মঙ্গল-বৃহস্পতিবার। সকাল ১০.৫০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত ক্লাসের সময়সীমা।
বুধবার কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা, সূত্রের খবর। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন, জানাল কৃষক মোর্চা।
West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় বীরভূমে গ্রেফতার ৩
ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় বীরভূমে ৩জন গ্রেফতার। বীরভূমের খয়রাশোলের বিজেপি নেতাকে খুনের অভিযোগ। বিজেপি নেতাকে খুনের অভিযোগে তাদের গ্রেফতার করেছে সিবিআই। বিজেপি নেতাকে পিটিয়ে, কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। একটি খুনের মামলায় জামিন পেয়ে বাড়ি ফেরার সময় হয় হামলা।
West Bengal News Live: ক্লাসরুমে গাদাগাদি করে বসে খুদে পড়ুয়ারা, রিপোর্ট তলব কালনার মহকুমাশাসকের
ক্লাসরুমে গাদাগাদি করে বসে খুদে পড়ুয়ারা। মাস্ক নেই তাদের অনেকের মুখেই। সরকারি নির্দেশিকা অমান্য করে বেসরকারি স্কুল চালানোর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনায়। এ ব্যাপারে রিপোর্ট তলব করেছেন কালনার মহকুমাশাসক। পড়ুয়াদের কথা ভেবেই পড়ানো হচ্ছিল, সাফাই প্রধান শিক্ষিকার।
West Bengal News Live: কেন থমকে ছাতনা-মুকুটমণিপুর রেলপ্রকল্প ? বাঁকুড়ার পচিরডাঙা পরিদর্শনে বিজেপি সাংসদ
রেলপথে হবে ছাতনা-মুকুটমণিপুরের মধ্যে। রেলমমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষিত প্রকল্প আজও হয়নি। রেল প্রকল্প কেন থমকে জানতে সোমবার বাঁকুড়া ১ নম্বর ব্লকের পচিরডাঙায় গেলেন বিজেপি সাংসদ। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
West Bengal News Live: দুর্গাপুরে শিবিরে বসে আবেদনপত্রে সই করলেন বিজেপি বিধায়ক ও কাউন্সিলর
দুর্গাপুরে এবার দুয়ারে বিধায়ক। এলাকার মানুষকে পরিষেবা দিতে শিবিরে বসে আবেদনপত্রে সই করলেন বিজেপি বিধায়ক ও কাউন্সিলর। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। মানুষকে সমস্যায় ফেলে কাছে টানার চেষ্টা, দাবি শাসকদলের।
West Bengal News Live: ১৯ ডিসেম্বরেই পুরভোট হোক কলকাতা ও হাওড়ায়, হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য
১৯ ডিসেম্বরেই পুরভোট হোক কলকাতা ও হাওড়ায়। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য সরকার। পুরভোট নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন কী ভাবছে, তা হলফনামা দিয়ে জানাতে বলেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যার উত্তরে এদিনে হলফনামায় রাজ্য সরকার জানায়, কলকাতায় কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৫ শতাংশ বাসিন্দা। রাজ্যের মধ্যে যা সর্বোচ্চ। তারপরই রয়েছে হাওড়া, ৫৫ শতাংশ।
তাই প্রথমে এই দুই পুরসভায় ভোট করাতে চায় রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন।