West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৮১৫, মৃত ১৪
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫.২৫ লক্ষ মানুষ। মারা গিয়েছেন মোট ১৮ হাজার ১০৯ জন
LIVE
Background
কলকাতা: সংঘাতের আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। আধ ঘণ্টার বেশি সময় ধরে ভ্যাকসিনের আকাল থেকে রাজ্যের নাম বদল নিয়ে কথা।
ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট পক্ষপাতদুষ্ট, সরকার বিরোধী। কমিটির সদস্যদের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ। হাইকোর্টে জবাব রাজ্যের। হিংসা তথ্য জানাক রাজ্য, পাল্টা বিজেপি।
রাজ্য সরকারকে নিয়ে নেতিবাচক রিপোর্ট দেওয়ার জন্য কমিশনে বেছে বেছে নিয়োগ। মিথ্যা সাক্ষ্য সংগ্রহে রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়েছে দল। মানবাধিকার কমিশনকে নিয়ে আদালতে দাবি রাজ্যের।
হেস্টিংসের পার্টি অফিসে বচসা, বিজেপি যুব মোর্চার সহ সভাপতির মৃত্যু। ১০জনের বয়ান রেকর্ড।
মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূল পঞ্চায়েত সদস্যদের গান পয়েন্টে অপহরণ! বিডিও অফিসে অনাস্থা প্রস্তাবের বয়ান রেকর্ডের আগে অপহরণের অভিযোগ। দ্বন্দ্ব মানল নেতৃত্ব। এফআইআরের নির্দেশ ডিএমের।
এবার অস্ত্র-সহ ভুয়ো আইপিএস পাকড়াও! বেলঘরিয়ায় সিসি ক্যামেরায় মোড়া বাড়ি। কখনও এনআইএ, কখনও র অফিসারের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ। দেহরক্ষী, গাড়ির চালকও গ্রেফতার।
স্কুলের ভুলেই উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী ফেল! পরিমার্জিত মার্কশিট পেতে সংসদকে মুচলেকা দিতে হল প্রধান শিক্ষকদের। স্কুলের নম্বরের ভিত্তিতেই রেজাল্ট, দায় তো নিতেই হবে, দাবি সভাপতির।
সংসদে আবেদনের পর তিলজলার স্কুলের অনুত্তীর্ণ ৭১জন ছাত্রীই পাস! ভাঙচুরের জন্য ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়ার পরেই মিলল মার্কশিট। জেলা জেলায় কবে মার্কশিট? ব্রাত্যকে রিপোর্ট মহুয়ার।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫৫২, ১০জনের মৃত্যু। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুতে শীর্ষে জলপাইগুড়ি। সংক্রমণে উত্তর ২৪ পরগনা। একদিনে কোনও মৃত্যু নেই কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলিতে।
বেলাগাম ডিজেল। ভাড়া বাড়াতে নারাজ সরকার। ১২, ১৩ অগাস্ট ৪৮ ঘণ্টার ধর্মঘটের হুঁশিয়ারি বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের। গাড়িতে উঠলেই ভাড়া ৩০ থেকে বাড়িয়ে ৫০ টাকা করার দাবি।
উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। ৩০ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কমলা সতর্কতা জারি কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায়।
মাঠে নামার প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থার। এএফসি ক্লাব লাইসেন্স রিনিউ করতে ফেডারেশনে জমা দিল কাগজপত্র। ক্লাব-ইনভেস্টর চুক্তি জটে যা ইতিবাচক ইঙ্গিত।
WB News Live Updates: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৮১৫, মৃত ১৪
রাজ্য একদিনে কোভিড আক্রান্ত হয়েছেন ৮১৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫.২৫ লক্ষ মানুষ। মারা গিয়েছেন মোট ১৮ হাজার ১০৯ জন।
West Bengal News Live: বৈধ নথিপত্র ছাড়াই কালচিনিতে চলছে আধার কার্ড তৈরি!
বৈধ নথিপত্র ছাড়াই চা বাগান এলাকায় চলছিল আধার কার্ড তৈরির কাজ। খবর পেয়ে কালচিনি থানার অ্যান্টি-ক্রাইম পুলিশের দল উত্তর ২৪ পরগনার ২ পণ্ডাসহ চক্রের ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আলিপুরদুয়ার আদালতে হাজির করলে আদালত চক্রের ২ পাণ্ডাকে ৭দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেয় বলে জেলা পুলিশসূত্রে খবর।
WB News Live Updates: ঠিকাদারের থেকে হাতানো টাকায় বার খুলেছিল ধৃত ভুয়ো পুলিশ অফিসার সুমন ভৌমিক
ভুয়ো IAS, ভুয়ো CBI-এর পর এবার কলকাতায় ভুয়ো পুলিশ অফিসারের হদিশ। লালবাজারের প্রতারণা শাখার হাতে গ্রেফতার হলেন বিধাননগর কমিশনারেটের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সুমন ভৌমিক। ভুয়ো পুলিশ অফিসার সেজে ৪৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। ঠিকাদারের থেকে হাতানো টাকায় বার খুলেছিল সুমন। বিধাননগরে অংশীদারীতে বার খুলেছিল সুমন। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ঠিকাদারের সঙ্গে ‘প্রতারণা’। ৪৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার সুমন ভৌমিক। ৬ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজত প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সুমন ভৌমিকের।
West Bengal News Live: কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের আবেদন খারিজ হাইকোর্টের
কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের আবেদন খারিজ করল হাইকোর্ট। সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন বিনয়। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। পাশাপাশি, সিবিআই বিনয়ের বিরুদ্ধে যে সমস্ত এফআইআর করে সেগুলোও খারিজ করার আবেদন জানিয়েছিলেন বিনয় মিশ্রর আইনজীবী। সেই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। সিবিআই তদন্তে হস্তক্ষেপ করবে না তারা জানিয়েছে হাইকোর্ট।
WB News Live Updates: প্রবল বৃষ্টির মধ্যেই কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতালে লম্বা লাইন
প্রবল বৃষ্টির মধ্যেই কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতালে লম্বা লাইন। কোভিশিল্ডের প্রথম ডোজের জন্য রাত থেকে লাইন দিয়েছেন বহু মানুষ। বারবার ফিরে যেতে হচ্ছে বলেও তাঁদের অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন ৭০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন পেতে আগেভাগে লাইনে ভিড় জমছে।