WB News Live Updates: কাল সরকারি, বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্যাকসিনেশন ক্যাম্প বাতিল
West Bengal News Live Updates: কাল দুপুরে স্বাস্থ্যভবনে উচ্চপর্যায়ের বৈঠক।
LIVE
Background
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে প্রাথমিক রিপোর্ট পেশ। মুখ্যমন্ত্রীর কাছে ২টি কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ করলেন স্বাস্থ্য সচিব।
মহামারী মোকাবিলায় সরঞ্জাম কেলেঙ্কারির অভিযোগে সরব শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, "২ হাজার কোটির কেলেঙ্কারির তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হোক। রিপোর্ট গোপন করা হচ্ছে কেন ? তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কমিটির প্রধান ছিলেন। অবিলম্বে দায়বদ্ধতা ও স্বচ্ছতার সঙ্গে রিপোর্ট পেশ করা হোক।"
পূর্ব বর্ধমানের রায়নায় ২ নাবালিকার রহস্যমৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নাবালিকার মৃত্যু বলে অনুমান পুলিশের। বাবার বিরুদ্ধে ২ নাবালিকাকে খুনের অভিযোগ মায়ের। বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যেই ২ মেয়েকে খুন বলে অভিযোগ। আগেও পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ মায়ের। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জন বার্লার পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবির সমালোচনায় সরব জলপাইগুড়ির বিক্ষুব্ধ বিজেপি নেতা বিশ্বজিৎ গুহ। যদিও, দলীয় সংসদের পাশেই দাঁড়িয়েছেন জলপাইগুড়ির পরাজিত বিজেপি প্রার্থী। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
ভুয়ো IAS পরিচয়ে ২০২০ থেকে কসবার রাজডাঙার একটি মাল্টিজিমে যেতেন দেবাঞ্জন দেব। জিম কর্তৃপক্ষের দাবি, ৫ হাজার টাকা দিয়ে ব্যক্তিগত ট্রেনার রেখেছিলেন তিনি। অভিযোগ, জিমের সামনে নীল বাতি লাগানো গাড়ি দাঁড় করিয়ে সশস্ত্র দেহরক্ষী নিয়ে জিমে ঢুকতেন দেবাঞ্জন। এনিয়ে একাধিকবার আপত্তি জানান জিমের অন্য সদস্যরা। দেবাঞ্জন IAS পরিচয় দিয়ে সকলকে চুপ করিয়ে রাখতেন বলে অভিযোগ।
West Bengal News Live Updates: শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ
উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে সরব বিজেপি নেতাদের একাংশ। প্রতিবাদে ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেয় বিজেপি। পৃথক রাজ্যের দাবি নিয়ে বিতর্ক চাইলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কটাক্ষ করেছে তৃণমূল।
WB News Live Updates: কাল সরকারি, বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্যাকসিনেশন ক্যাম্প বাতিল
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের জের, কাল সরকারি, বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্যাকসিনেশন ক্যাম্প বাতিল। শুধু সরকারি, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে টিকা। কাল কোনও বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্প হবে না। কাল দুপুরে স্বাস্থ্যভবনে উচ্চপর্যায়ের বৈঠক। বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্পের ভবিষ্যৎ নিয়ে বৈঠকের পর গাইডলাইন প্রকাশ করবে রাজ্য। গাইডলাইন প্রকাশ না হওয়া পর্যন্ত বন্ধ সব বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্প। স্বাস্থ্যভবনের তরফে জানানো হল সব বেসরকারি সংস্থাকে।
West Bengal News Live Updates: স্টুডিওপাড়াতেও যাতায়াত ছিল দেবাঞ্জনের
টালিগঞ্জের স্টুডিওপাড়াতেও যাতায়াত ছিল দেবাঞ্জনের। গান রেকর্ডিংয়ের সূত্রে যাতায়াত শুরু। স্টুডিওপাড়ায় একটি অ্যাসোসিয়েশনে পদের জন্যও আবেদন করে দেবাঞ্জন। ১০ জানুয়ারি টালিগঞ্জের ক্রিকেট টুর্নামেন্টেও হাজির ছিল দেবাঞ্জন। সিনে ফেডারেশনের আয়োজিত টুর্নামেন্টে জানানো হয় সংবর্ধনাও। সেখানেও পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দেয় দেবাঞ্জন।
WB News Live Updates: দেবাঞ্জনকে সঙ্গে নিয়েই মাদুরদহের বাড়িতে পুলিশ
দেবাঞ্জনকে নিয়ে এবার মাদুরদহর বাড়িতে আড়াই ঘণ্টা ধরে তল্লাশি পুলিশের। উদ্ধার একাধিক নথি। কথা পরিবারের সঙ্গে। নজর দেবাঞ্জনের কম্পিউটার ও ল্যাপটপে। দেবাঞ্জনের সংস্থার কর্মী সহ ১০ জনকে তলব।
West Bengal News Live Updates: শীতলকুচিতে ঘুষ দিয়ে চাকরি না পেয়ে আত্মঘাতী যুবক, দাবি পরিবারের
ঘুষ দিয়ে চাকরি না পেয়ে আত্মঘাতী যুবক, দাবি পরিবারের। কোচবিহারের শীতলকুচির ঘটনা। শিক্ষকতার চাকরির জন্য আত্মীয়কেই ৬ লক্ষ টাকা ঘুষ। চাকরি না পাওয়ায় ডিপ্রেশনে আত্মহত্যা, দাবি পরিবারের। বাড়ির কাছে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার।