SSC Group-D Recruitment Case : গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার
Calcutta HighCourt : স্কুলে গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় প্রথমে এসএসসি-র তীব্র সমালোচনা করে সিবিআই (CBI) অনুসন্ধানের কথা বলেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ
সৌভিক মজুমদার, কলকাতা : স্কুলে গ্রুপ-ডি (Group D) কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআইকে (CBI) দিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt) সিঙ্গল বেঞ্চ। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। আদালত সূত্রে খবর রাজ্য সরকার (West Bengal State Government), এসএসসি (SSC) এবং মধ্যশিক্ষা পর্ষদ এই তিন পক্ষ মামলা দায়ের করার অনুমতি চায়। সেই অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। আগামীকাল যে মামলার শুনানির সম্ভাবনা।
স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকার প্রথম থেকেই তীব্র সমালোচনা করেছে হাইকোর্টের বিচাপরতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। কীভাবে সময় পেরিয়ে যাওয়ার পরও নিয়োগ সেই নিয়ে কমিশনের সচিবের কাছে বিস্তারিত ব্যাখ্যাও চেয়েছিলেন তিনি। তখনই তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন প্রয়োজনে সিবিআই তদন্তের। যদিও সোমবার সিবিআই তদন্ত নয়, গোটা বিষয়টি সিবিআই অনুসন্ধানে খতিয়ে দেখার রায় দিয়েছেন তিনি। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অবসরপ্রাপ্ত কোনওএ বিচারপতি বা তিন বিচারপতির বেঞ্চ খতিয়ে দেখুক পুরো বিষয়টা। যদিও সেই পরামর্শ মেনে নেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, হাইকোর্টে স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি এগোনোর সঙ্গে সঙ্গে একাধিক ক্ষেত্রে সামনে এসে পড়েছে স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদের মতভেদ। যদিও দুই সংস্থার সামঞ্জস্য তথা ছাড়পত্র না থাকলে চাকরি মেলার কথা নয়। যে প্রসঙ্গই বারবার উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষনে। সেই ভিত্তিতেই তিনি গোটা বিষয়টা অনুসন্ধানে সিবিআইকে উপযুক্ত সংস্থা হিসেবে মনে করছেন বলেও জানান সোমবার। আদালত নির্দেশ দেয় ‘কারা নিয়োগপত্র দিয়েছিল? দুষ্কৃতীদের খুঁজে বের করতে হবে।’ ২১ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, ‘কমিশন সুপারিশ না করলে, কীভাবে নিয়োগপত্র দিল পর্ষদ? কোন অদৃশ্য হাতে এই সুপারিশ পর্ষদে পৌঁছল, কারাই বা জারি করল?’ রাজ্য পুলিশের প্রতি সম্মান রেখেই এই নির্দেশ, জানাল হাইকোর্ট।তদন্ত স্বচ্ছ বলে মানুষের মনে হওয়া উচিত, মন্তব্য করেন বিচারপতি।
আরও পড়ুন- গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের