Weather Today: এবার দেরিতে বর্ষা বিদায়, স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি কলকাতায়
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩১% বেশি বৃষ্টি হয়েছে। শুধু সেপ্টেম্বরে কলকাতায় স্বাভাবিকের তুলনায় ৩১% বেশি বৃষ্টি হয়েছে।
![Weather Today: এবার দেরিতে বর্ষা বিদায়, স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি কলকাতায় west bengal weather update rain prediction kolkata forecast Weather Today: এবার দেরিতে বর্ষা বিদায়, স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি কলকাতায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/12/d55eb826f031cabbf3fb61787483bc6c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা: দেশের নিরিখে এবার বর্ষা বিদায়ও বিলম্বে হবে বলে জানান হয়েছে। এর ফলে চিন্তা বেড়েছে বঙ্গবাসীর। পুজোর আগে যেভাবে বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি হয়েছে রাজ্যে। সেখানে বর্ষা দেরিতে বিদায় নিলে পুজোর মধ্যেও ভাসতে পারে বাংলা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
ঠিক কী জানান হয়েছে?
জুন-সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে স্বাভাবিকের তুলনায় ১৫% বেশি বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩১% বেশি বৃষ্টি হয়েছে। শুধু সেপ্টেম্বরে কলকাতায় স্বাভাবিকের তুলনায় ৩১% বেশি বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হলেও, কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। দেশের নিরিখে এবার বর্ষা বিদায়ও এবার বিলম্বে। উত্তর-পশ্চিম ভারতে বর্ষা বিদায় নিতে শুরু করবে ৬ অক্টোবর থেকে। এই অঞ্চল থেকে বর্ষা সাধারণত বিদায় নেয় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে। সেখানে এবার অনেকটাই দেরিতে বিদায় নেবে বর্ষা।
রবিবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে, শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে।
আরও পড়ুন, দেবী দুর্গার আগমনই কি কারণ ? কেন বলে মহালয়া ?
এদিকে, নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি চললেও, শুক্রবার বৃষ্টি অনেকটাই কমবে এমনটাই জানান হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদিও।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৭০ শতাংশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)