Google Most Search: গুগলে এ বছর সবচেয়ে বেশি কী সার্চ করেছেন ভারতীয়রা! কোন বিষয়ে উৎসাহ বেশি?
Top Google Searches in 2024 India: গুগল প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে খেলা, সিনেমা, গান, ঘুরতে যাওয়ার জায়গা সব নিয়েই উৎসাহর শেষ নেই ভারতীয়দের।
কলকাতা: কোনও কিছু খুঁজতে হলে যে স্থান 'ভরসাযোগ্য' তা গুগল প্রায় সকলের কাছেই। চট করে উত্তর পেতে বা কোনও কিছুর সন্ধান পেতে হলে প্রথমে গুগলই ভরসা থাকে। ২০২৪ এর শেষে এবার সেই রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে গোটা বছর ধরে কী কী বিষয় সবচেয়ে বেশি সার্চ করেছেন ভারতীয়রা। কোন কোন বিষয়ে তাঁদের উৎসাহ সবচেয়ে বেশি?
গুগল প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে খেলা, সিনেমা, গান, ঘুরতে যাওয়ার জায়গা সব নিয়েই উৎসাহর শেষ নেই ভারতীয়দের। ২০২৪ সালে ভারতে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে?
এ তালিকায় প্রথমেই রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। আইপিএল নিয়ে সার্চ ইঞ্জিনে ভারতীয়দের উৎসাহ দেখা গিয়েছে নজিরবিহীন। ২০২৪ সালে টপ সার্চে আর কোনও বিষয় নয়, রয়েছে আইপিএল। প্লেয়ারদের পারফরম্যান্স থেকে গেম রিপোর্ট- এই নিয়েই সার্চ হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে T20 World Cup। এরপরই রয়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টিকে নিয়েও বিশাল সার্চ হয়েছে গুগলে। এরপরই রয়েছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। তারপর রয়েছে অলিম্পিক্স।
এছাড়াও, খেলাধুলোর মধ্যে কুস্তিগীর ভিনেশ ফোগতকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে গুগলে। তিনি প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে ফাইনালে ৫-০ ব্যবধানে জয়লাভ করেছিলেন। ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ার কারণে ফাইনাল ম্যাচের দিন ভিনেশকে অযোগ্য ঘোষণা করা হয়। এর ফলে কোনও পদকই পাননি তিনি। এরপরই তিনি বেশ চর্চায় আসেন। ২০২৪ সালের হরিয়ানা নির্বাচনে বিধায়ক হিসেবে জুলানা আসনে জয়ী হন।
আরও পড়ুন, গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেছেন পাক নাগরিকরা? রিপোর্ট দেখলে চমকাবেন!
গুগলে সবচেয়ে বেশি যে ব্যক্তি নিয়ে ভারতীয়রা সার্চ করেছেন তা হল রতন টাটা। চলতি বছরেই প্রয়াত হন টাটা গ্রুপের কর্ণধার তথা শিল্পপতি রতন টাটা। তাঁকে নিয়েই ভারতবাসী সবথেকে বেশি সার্চ করেছেন।
এছাড়াও স্ত্রী ২ এবং কল্কি সিনেমা নিয়েই একাধিক সার্চ করেছেন ভারতীয়রা। টপ টেন সার্চে রয়েছে এই চলচ্চিত্রগুলি। সিনেমা ছাড়াও, অনেক জনপ্রিয় ওয়েব সিরিজ এবং টিভি শোগুলিও প্রায়শই সার্চ করা হয়েছিল। যার মধ্যে রয়েছে হীরামান্ডি, মির্জাপুর, দ্য লাস্ট অফ আস, বিগ বস ১৭ এবং পঞ্চায়েত।
অন্যদিকে, ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন খুঁজতে গিয়ে ভারতীয়রা সবচেয়ে বেশি খোঁজ করেছেন আজারবাইজান নিয়ে। এরপর টপ সার্চে রয়েছে বালি, মানালি, কাজাকিস্তান, জয়পুর, জর্জিয়া, মালয়েশিয়া, অযোধ্যা, কাশ্মীর, গোয়া।
গুগল তাদের বার্ষিক 'ইয়ার ইন সার্চ' রিপোর্ট এ প্রকাশ করেছে ভারতীয়রা কোন শব্দগুলি সবচেয়ে বেশি সার্চ করেছে। 'Pookie' শব্দটি বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এই কারণেই চলতি বছরে মানুষ এই শব্দটি অনেক সার্চ করেছে। এরপরই রয়েছে 'মোয়ে মোয়ে' (Moye Moye) শব্দটি। চলতি বছরে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে এই শব্দটি দেখা এবং শোনা গিয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এই সম্পর্কিত অনেক মিমও দেখা গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে