![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
করোনাভাইরাস: চিনে মৃতের সংখ্যা বেড়ে ২৪৪২, উহানে পৌঁছল 'হু'-এর বিশেষজ্ঞ দল
চিনা স্বাস্থ্য সংস্থার দাবি, হাসপাতালে সুস্থ হয়ে অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন।
![করোনাভাইরাস: চিনে মৃতের সংখ্যা বেড়ে ২৪৪২, উহানে পৌঁছল 'হু'-এর বিশেষজ্ঞ দল WHO team visits Wuhan city as China's coronovirus death toll jumps to 2,442 করোনাভাইরাস: চিনে মৃতের সংখ্যা বেড়ে ২৪৪২, উহানে পৌঁছল 'হু'-এর বিশেষজ্ঞ দল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/23200848/corona-who-china.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেজিং: করোনাভাইরাসের প্রকোপে চিনে মৃত্যুর সংখ্যা ছুঁল ২,৪৪২। গত একদিনে ৯২ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। এই পরিস্থিতিতে, হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বিশেষজ্ঞ দল।
শেষ খবর চিনে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছুঁয়েছে। চিনের স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে, ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাসের সংক্রমণ। গত একদিনে হুবেইতে ৯৬ জন মারা গিয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৬৫০ জন। শুধুমাত্র এই প্রদেশেই মোট আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার অতিক্রম করেছে। এই প্রদেশকেই করোনাভাইরাসের উৎসস্থল হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
তবে, চিনা স্বাস্থ্য সংস্থার দাবি, হাসপাতালে সুস্থ হয়ে অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন। জানা গিয়েছে, শনিবার ২,২৩০ জনকে ছাড়া হয়েছে। ভর্তি হয়েছে প্রায় ৬৫০ জন। এখনও পর্যন্ত প্রায় ২৩ হাজার মানুষকে চিকিৎসা করে সারিয়ে তোলা সম্ভব হয়েছে।
এই পরিস্থিতিতে, উহানে পৌঁছেছে হু-এর বিশেষজ্ঞ দল। তারা ভাইরাসের উৎস সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে। এই নিয়ে চিনের স্বাস্থ্য কমিশন ও হু-কে নিয়ে একটি যৌথ দল গঠন করা হয়েছে। ওই দলটি বিভিন্ন হাসপাতালে পরিদর্শনও করবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)