এক্সপ্লোর
Advertisement
লকডাউনে মৃত মালিকের এটিএম কার্ড হাতিয়ে ৩৫ লক্ষ টাকা চুরি পরিচারিকার
নিয়মিত অ্যাকাউন্ট থেকে মোটা টাকা তোলায় ব্যাঙ্ক থেকে সত্যনারায়ণের মোবাইল ফোনে ক্রমাগত এসএমএস পাঠানো হতে থাকে। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ থাকার কারণে সেই এসএমএস-ও কেউ দেখতে পাননি।
নয়াদিল্লি: প্রয়াত গৃহকর্তার এটিএম চুরি করে ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পরিচারিকার বিরুদ্ধে। ব্যাঙ্ক থেকে ক্রমাগত মৃতের পরিবারকে টাকা তোলার ব্যাপারে এসএমএস পাঠিয়েছিল। কিন্তু মৃতের মোবাইল ফোনটি সুইচড অফ থাকায় ওই গৃহকর্তার পরিবার বিষয়টি জানতে পারেননি। কিন্তু গত ১ জুন মৃতের ছেলে ব্যাঙ্কে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। সিসিটিভি ফুটেজ দেখে গত ১৩ অগস্ট গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে।
প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা সত্যনারায়ণ আগরওয়ালের বাড়িতে সাত বছর ধরে পরিচারিকার কাজ করতেন রীতা রায়। তিনি নাকাশিপাড়ার বাসিন্দা। লকডাউনের প্রথম সপ্তাহে মারা যান সত্যনারায়ণ। তার পর গৃহকর্তা এটিএম চুরি করে অ্যাকাউন্ট থেকে ৩৪ লক্ষ ৯০ হাজার টাকা তুলে নেন রীতা। পুলিশ জানিয়েছে, ওই কাজে তাঁকে সাহায্য করেছিলেন পরিচারিকার জামাই রঞ্জিত মল্লিক ও তাঁর ভাই সৌমিত্র সরকার। লকডাউনের কারণে সত্যনারায়ণের পরিবারের লোকজনেরা ব্যাঙ্কে যেতে পারেননি। তাই টাকা তুলে নেওয়ার ব্যাপার কিছুই জানতেন না তাঁরা।
নিয়মিত অ্যাকাউন্ট থেকে মোটা টাকা তোলায় ব্যাঙ্ক থেকে সত্যনারায়ণের মোবাইল ফোনে ক্রমাগত এসএমএস পাঠানো হতে থাকে। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ থাকার কারণে সেই এসএমএস-ও কেউ দেখতে পাননি। সত্যনারায়ণের ছেলে অনুরাগ অন্য একটি ফ্ল্যাটে থাকেন। তিনিও বাবার এটিএম কার্ডের পিন নম্বরটি ভুলে যাওয়ার জন্য অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তা খতিয়ে দেখতে পারেননি। ১ জুন অ্যাকাউন্ট সম্পর্কে বিশদে জানতে ব্যাঙ্ক গেলে টাকা চুরির বিষয়টি জানতে পারেন। পুলিশে অভিযোগ করেন তিনি।
তদন্তে নেমে সত্যনারায়ণের ব্যাঙ্কে স্টেটমেন্ট এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরা দুই ব্যক্তি এটিএম কার্ড দিয়ে সত্যনারায়ণের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন। যুগ্ম পুলিশ কমিশনার(ক্রাইম) মুরলীধর শর্মা বলেন, ’’আমাদের কাছে কোনও সূত্র ছিল না। যে এটিএম কাউন্টার থেকে টাকা তোলা হয়েছিল, তার সিসিটিভি ফুটেজ দেখে এবং স্থানীয় সূত্রে সাহায্যে তিন অভিযুক্তকে চিহ্নিত করা হয়। গত ১৩ অগস্ট গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।‘‘
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement