বেহালায় গৃহবধূর রহস্যমৃত্যু, শ্বাসরোধ করে খুনের অভিযোগ পরিবারের, আটক স্বামী
অভিযোগ, মৃতার স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ককে ঘিরে অশান্তির সূত্রপাত....
![বেহালায় গৃহবধূর রহস্যমৃত্যু, শ্বাসরোধ করে খুনের অভিযোগ পরিবারের, আটক স্বামী Woman dies mysteriously at Behala, family suspect murder, husband detained বেহালায় গৃহবধূর রহস্যমৃত্যু, শ্বাসরোধ করে খুনের অভিযোগ পরিবারের, আটক স্বামী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/20160247/web-behala-death-still-201020.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বেহালা বকুলতলার কাছে গৃহবধূর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ। শ্বাসরোধ করে খুনের অভিযোগ মৃতের পরিবারের। আটক স্বামী।
মৃতের নাম চৈতালি মুখোপাধ্যায়। বয়স ৫৪। পরিবার সূত্রে খবর, গৃহবধূর স্বামী অরুণ মুখোপাধ্যায় পেশায় ঠিকাদার। কাজের সূত্রে এক সস্ত্রীক যুবক এই নিঃসন্তান দম্পতির বাড়িতে থাকতেন।
গৃহবধূর পরিবারের অভিযোগ, ওই যুবকের স্ত্রীর সঙ্গে চৈতালির স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠায় অশান্তির শুরু। মাসতিনেক আগে পর্ণশ্রী থানায় অভিযোগও দায়ের হয়।
গৃহবধূর পরিবারের অভিযোগ, গতকাল বধূর স্বামী ফোন করে স্ত্রীর অসুস্থতার কথা জানান। পরে তাঁরা গিয়ে বধূকে মৃত অবস্থায় দেখতে পান। এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)