২০ কেজির পাইথন উদ্ধার করে মহিলা বললেন, ‘বাচ্চা’, প্রশংসা সোশ্যাল মিডিয়ায়
২০ কেজির পাইথন উদ্ধার।
এর্নাকুলাম: ২০ কেজির পাইথন উদ্ধার। সেটাও একটি আবাসিকের লন থেকে। এর্নাকুলামের একটি রেসিডেনশিয়াল কমপ্লেক্সের লন থেকে ২০ কেজির একটি পাইথন উদ্ধার করে ব্যাগবন্দি করলেন বিদ্যা রাজু নামের এক মহিলা। ২ জনের সাহায্য নিয়ে ওই সরীসৃপকে বস্তাবন্দি করেছেন বিদ্যা। পাইথনকে ব্যাগে ভরার করতে করতে ওই মহিলাকে বলতে শোনা যায়, ‘কী হল বাচ্চা...’। পাইথনকে বস্তাবন্দি করার সময় সরীসৃপের উদ্দেশে একাধিকবার ‘বাচ্চা’ ‘বাচ্চা’ বলতেও শোনা যায় তাঁকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বিদ্যার প্রশংসাইয় পঞ্চমুখও হয়েছেন।
20 Kg python caught alive by wife of senior Navy officer. Leave aside women, wonder how many men can show such guts. I love my Navy. pic.twitter.com/6XNUBvE7MU
— Harinder S Sikka (@sikka_harinder) December 11, 2019
প্রসঙ্গত, বিদ্যা রাজু বন দফতরের সঙ্গে কাজ করেন। বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে তাঁর জুড়ি মেলা ভার। তিনি এর আগেও একাধিক জায়গা থেকে সরীসৃপ উদ্ধার করেছেন। বন্যপ্রাণ হত্যা করার পরিবর্তে তাদের উদ্ধার করার জন্যও মানুষকে শিক্ষিত করার কাজ করেন এই পরিবেশ কর্মী।