এক্সপ্লোর
Advertisement
আমেরিকায় ১৩ বছরের ছাত্রী পেল ‘ভবিষ্যতে খুব সম্ভবত জঙ্গি হবে’ পুরস্কার
হিউস্টন: বড় হলে নির্ঘাত জঙ্গি হবে। আমেরিকার টেক্সাসের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ক্লাস টিচার এই পুরস্কার দিয়েছেন। প্রচণ্ড অসন্তুষ্ট ছাত্রীটির বাবা মা ক্ষমা চাইতে বাধ্য করেছেন স্কুল কর্তৃপক্ষকে।
১৩ বছরের মেয়েটির নাম লিজেথ ভিলানুয়েভা। অ্যান্থনি অ্যাগুয়েরে জুনিয়র হাই স্কুলের এই ছাত্রীর স্কুলে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের ধাঁচে একটি মজার অনুষ্ঠান চলছিল যেখানে পড়ুয়াদের হাতে নানা কাল্পনিক ঘটনার পুরস্কার তুলে দেওয়া হয়। পুরোটাই মজার ছলে। লিজেথকে শিক্ষিকা দেন, মোস্ট লাইকলি টু বিকাম আ টেররিস্ট অ্যাওয়ার্ডের সার্টিফিকেট। তাও আবার ম্যানচেস্টার হামলার ঠিক পরের দিন।
এই সার্টিফিকেট পেয়ে অত্যন্ত আঘাত পাওয়া লিজেথ স্কুলে কিছু বলেনি। বাড়ি গিয়ে বাবা মাকে বললে তাঁরাও ভীষণ অসন্তুষ্ট হন। তাঁদের বক্তব্য, মেয়ে তো স্কুলে ভাল পড়াশোনা করছে, তাহলে কেন এমন একটা সার্টিফিকেট তাকে দেওয়া হল। অন্যান্য অ্যাওয়ার্ড হল, ‘সম্ভবত সমস্ত ছোট ছোট বিষয়ে কাঁদতে থাকবে’ বা ‘সম্ভবত বাড়িছাড়া হবে’ ধরনের। তাঁদের মেয়ের ক্ষেত্রেই জঙ্গি হওয়ার কথা বলা হল কেন।
পরে স্কুল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে এই ঘটনার জন্য ক্ষমা চায়। তারা বলে, এর সঙ্গে পড়ুয়াদের প্রতি স্কুলের দৃষ্টিভঙ্গির কোনও সম্পর্ক নেই, এ একেবারেই মজার জন্য করা।
যদিও বাবা মায়ের বক্তব্য, স্কুল কর্তৃপক্ষের উচিত ছিল, ওই শিক্ষিকাকে বরখাস্ত করা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement