এখনও পর্যন্ত উষ্ণতম বছর ২০১৬, জানাল রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া সংস্থা
সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ: ২০১৬ সালটি এখনও পর্যন্ত সবচেয়ে উষ্ণতম বলে জানাল রাষ্ট্রপুঞ্জ।
রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া সংক্রান্ত সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লুএমও) সমীক্ষা অনুযায়ী, ২০১৬ সালের গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
সংস্থার মহাসচিব পেত্তেরি তালাস জানান, বিশ্ব জলবায়ুর জন্য ২০১৬ সাল অত্যন্ত ভয়াবহ ছিল। তিনি বলেন, সংস্থার পরিসংখ্যান বলছে, সবচেয়ে উষ্ণ বছরের তালিকার ২০ শীর্ষস্থানের মধ্যে ১৬টিই একবিংশ শতাব্দীর। আর সেই তালিকার শীর্ষ ২০১৬ সাল।
তিনি জানান, মানুষের তৈরি দীর্ঘমেয়াদী ‘অত্যাচারে’ জলবায়ু পরিবর্তন ফলে প্রতিবছরই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, ২০১৬ সালে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের পরিমাণ নতুন উচ্চতায় পৌঁছয়।
তিনি যোগ করেন, জলবায়ু পরিবর্তনের নেপথ্যে একমাত্র তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং বায়ুমণ্ডলে গ্রীনহাউস গ্যাসের প্রভাব বেশি হওয়াই দায়ী নয়। এর পাশাপাশি, মেরু অঞ্চলে বরফ গলে যাওয়াও সমান দায়ী। তালাসের মতে, ২০১৬ সালে দুই মেরু অঞ্চলে সবচেয়ে কম বরফ জমেছে।