বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন পাক কূটনীতিক, শেয়ার করলেন সাক্ষাৎকারের প্রকৃত ফুটেজ
২ বছর আগের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়।
নয়াদিল্লি: ২০১৯-এ ভারতের বালাকোট এয়ার স্ট্রাইকে ৩০০ জন জঙ্গি খতম হয়েছে বলে তিনি কোনও দাবি করেননি। নিজের পুরনো ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দাবি করলেন প্রাক্তন পাক কূটনীতিক আঘা হিলালি। তাঁর দাবি, ভারতীয় সংবাদ মাধ্যম তাঁর এক পুরনো বক্তব্য ভুলভাবে তুলে ধরেছে। গত ২৩ ডিসেম্বর হাম টিভিতে হিলালি এ ব্যাপারে যে সাক্ষাৎকার দেন তার অরিজিনাল ফুটেজ পোস্ট করেছেন তিনি।
ফুটেজে শোনা যাচ্ছে, হিলালি ভারতের সমালোচনা করছেন। বলছেন, বালাকোট এয়ার স্ট্রাইকের মাধ্যমে ভারতের ৩০০ পাকিস্তানিকে হত্যার ইচ্ছে ছিল কিন্তু তারা তাতে সফল হয়নি।
The extraordinarily extent to which the Indian Govt has gone to cut, splice and edit the tape of my Hum TV appearance suggests their desperation to prove what they failed to do, namely, lend credence to Modi’s lies about Balacot and his farcical claims.
প্রাক্তন কূটনীতিক হিলালি বলেছেন, ভারত সরকার যেমন অকল্পনীয় পরিশ্রম করে তাঁর হাম টিভিতে দেওয়া সাক্ষাৎকার কেটে ছেঁটে, টুকরো করে, এডিট করে প্রচার করছে, তাতে তারা যা করতে ব্যর্থ হয়েছে, তা প্রমাণ করার মরিয়া চেষ্টাই তুলে ধরে। এর ফলে বালাকোট এয়ার স্ট্রাইক ও তা নিয়ে নরেন্দ্র মোদির মিথ্যা প্রচারকে সত্যতা দেওয়ার চেষ্টা চলেছে,এর বেশি কিছু নয়।
— Zafar Hilaly (@ZafarHilaly) January 9, 2021
গত অক্টোবরে পাক ন্য়াশনাল অ্যাসেম্বলিতে বক্তৃতা দিয়ে গিয়ে পাকিস্তানের ফেডারেল মন্ত্রী ফাওয়াদ চৌধুরি প্রকাশ্যে স্বীকার করে নেন, পাকিস্তানই পুলওয়ামা জঙ্গি হানার পিছনে ছিল, তারাই ওই হামলা ঘটিয়েছে। এর প্রেক্ষিতে হিলালি হাম টিভিতে সাক্ষাৎকার দেন। ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফাওয়াদ চৌধুরী বলেন, আমরা ভারতের ভূখণ্ডে ঢুকে তাদের ওপর হামলা চালিয়েছি, পুলওয়ামার সাফল্য এসেছে ইমরান খানের নেতৃত্বে। এটা আমাদের জাতের সাফল্য, আমাদের বিরোধীরাই এই সাফল্যের অন্যতম শরিক।
২ বছর আগের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ (JEM) এই হামলার দায় স্বীকার করে। এই হামলার প্রতিশোধ নিতে ২০১৯-এর ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের খাইবার পাখতুনওয়ালা প্রদেশের বালাকোটে ঢুকে একটি জইশ ই মহম্মদ (JEM) জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পের ওপর আঘাত হানে। যদিও পাকিস্তান আগের মতই দাবি করে, তাদের দেশে সন্ত্রাসবাদীদের অস্তিত্ব নেই, ভারতীয় বায়ু সেনার আক্রমণে কোনও জঙ্গি মারা গেছে বলেও স্বীকার করেনি তারা।