এক্সপ্লোর
এক সপ্তাহে তিনবার, ফের আফটারশকে কাঁপল নেপালের ডোলাখা
কাঠমান্ডু: ফের ভূকম্পন নেপালের কিছু এলাকায়। কাঠমান্ডুর ৯০ কিমি পূর্বে ডোলাখা জেলা ফের কাঁপল বুধবার। এটা গত বছরের বিধ্বংসী ভূমিকম্পের আফটারশক। এই নিয়ে গত এক সপ্তাহে তিনবার কেঁপে উঠল ডোলাখা। গতকালও কম্পন অনুভূত হয়েছিল সেখানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। তার আগে গত ৭ অক্টোবরও কেঁপে উঠেছিল এই জেলা। সেদিন মাত্রা ছিল ৪.২। আজকের কম্পনের মাত্রা ৪.১। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে, এদিন স্থানীয় সময় ২টা ১৪-য় কম্পন হয়। তার উত্সস্থল ছিল লঙ্কুরিদান্দা ও ফুসাফেদা, এই দুই গ্রামের মধ্যবর্তী এক জায়গা। গত বছরের ২৫ এপ্রিলের ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ মারা গিয়েছিলেন নেপালে। সেই নজিরবিহীন ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮। তারপর থেকে এ পর্যন্ত বড় ও মাঝারি মিলিয়ে ৪৭১টি আফটারশক রেকর্ড করেছে এনএসসি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















