এক্সপ্লোর
Advertisement
টাইসন গে-র মেয়েকে গুলি করে হত্যা, গ্রেফতার ১
লেক্সিংটন: দু দল বন্দুকবাজের গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার টাইসন গে-র মেয়ে ট্রিনিটি (১৫)। তাঁর গলায় গুলি লাগে। টাইসন গে-র এজেন্ট মার্ক ওয়েটমোর ট্রিনিটির মৃত্যুর খবর জানিয়েছেন। ট্রিনিটিকে হত্যা করার দায়ে এক যুবককে গ্রেফতার করেছ পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেনটাকি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি রেস্তোরাঁর পার্কিং লটে রবিবার স্থানীয় সময় ভোর চারটে নাগাদ এই ঘটনা ঘটে। দুটি গাড়িতে থাকা ব্যক্তিরা একে অপরের দিকে গুলি চালাতে শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। একটি গাড়িকে আটক করা সম্ভব হয়। সেই গাড়ি থেকেই ডিভন্টা মিডলব্রুকস (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় সে ওই রেস্তোরাঁর পার্কিং লটে ছিল এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ট্রিনিটি দুটি গাড়ির কোনওটিতেই ছিলেন না। তিনি দুর্ভাগ্যবশত গুলির লড়াইয়ের মাঝে পড়ে যান।
বাবার মতোই ট্রিনিটিও স্প্রিন্টার ছিলেন। এ বছরের ম মাসে লেক্সিংটনের লাফায়েতে হাইস্কুলের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে চতুর্থ এবং ২০০ মিটার দৌড়ে পঞ্চম হন ট্রিনিটি। ২০০ মিটার রিলে দৌড়ে তাঁর দল চতুর্থ হয়। তাঁর মৃত্যুতে স্কুলে শোকের আবহ। স্কুলের সুপারিনটেন্ডেন্ট ম্যানি কল্ক শোক প্রকাশ করে বলেছেন, তাঁরা সবাই গে পরিবারের পাশে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াব্যক্তিত্বরাও শোক প্রকাশ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement