এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রকট জাতিবিদ্বেষ, ভারতীয়দের সম্পর্কে কুৎসিত মন্তব্য এয়ার চায়নার
নয়াদিল্লি: দিল্লি যেভাবে ঘরে বাইরে চিনা মাসল পাওয়ারকে টক্কর দিচ্ছে, তাতে বেজায় অসন্তুষ্ট বেজিং। খবরের কাগজে একের পর এক হুমকি সম্পাদকীয়র পর এবার ভারতীয়দের বিরুদ্ধে রীতিমত জাতিবিদ্বেষ মূলক কথাবার্তা শুরু করেছে তারা। তা আবার চোখে পড়েছে চিনেরই এক সাংবাদিকের। চিনা উড়ান সংস্থা এয়ার চায়না তার যাত্রীদের সম্পর্কে যে সাবধানবাণী জারি করেছে, তাতে দেখা যাচ্ছে, তাঁদের ভারতীয়, পাকিস্তানি ও আফ্রিকান বংশোদ্ভূত অধ্যুষিত এলাকায় যেতে বারণ করা হয়েছে। উড়ানের মধ্যে বিলি করার জন্য প্রকাশিত তাদের এক পত্রিকায় এয়ার চায়না লিখেছে, এমনিতে লন্ডন নিরাপদ জায়গা। তবে ভারতীয়, পাকিস্তানি ও কালো মানুষদের এলাকায় প্রবেশের আগে সাবধান হওয়া দরকার।
ওই সাংবাদিক নির্দেশিকাটির ছবি টুইট করে পাঠিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খানকে।
A piece of advice in Air China inflight magazine. What does @MayorofLondon think? @CNBCi @SeamusConwell @cnbcSri pic.twitter.com/u7SGfiyuXA
— Haze Fan (@journohaze) September 6, 2016
ভারতীয়দের প্রতি বিদ্বেষ না হয় বোঝা গেল। কিন্তু এতদিনের অভিন্নহৃদয় বন্ধু পাকিস্তানের নাগরিকদের ব্যাপারে এয়ার চায়নার এই সতর্কতার কারণ স্পষ্ট নয়। অবশ্য এটা বহু দিন ধরেই পরিষ্কার, পাকিস্তানকে শুধু স্ট্র্যাটেজিক কারণে ব্যবহার করে চিন, তাদের সমান মর্যাদা দেয় না। উল্টে তাদের উদ্দেশ্য সম্পর্কে বেজিং যথেষ্ট সন্দিহান। জি ২০ চলাকালীন আয়োজক হ্যাংঝু শহরের কিছু হোটেলে পাক নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে তারা।
মাসকয়েক আগে একটি কাপড় কাচা সাবানের বিজ্ঞাপনেও যেভাবে চিনা জাতিবিদ্বেষ প্রকটভাবে ধরা পড়েছিল, তারও উল্লেখ করেছেন ওই সাংবাদিক। তাতে দেখানো হয়, একজন কালো মানুষকে কালিঝুলি মাখিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ওই সাবান দিয়ে কাচা হল। তারপর ফর্সা চিনা হয়ে বেরিয়ে এল সে। কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যম বিজ্ঞাপনটিকে ‘সর্বকালের সেরা জাতিবিদ্বেষি বিজ্ঞাপন’ বলে আখ্যা দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement