আফগানিস্তান, বাংলাদেশে শক্তি বাড়াচ্ছে আল কায়দা, দাবি মার্কিন বিশেষজ্ঞদের
ওয়াশিংটন: ভারতীয় উপমহাদেশে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে আল কায়দা। চলতি বছরের শেষে কয়েক’শ সদস্য এই জঙ্গিগোষ্ঠীর খাতায় নাম লেখাবে। যার অধিকাংশ হবে আফগানিস্তান ও বাংলাদেশে। এমনই আশঙ্কাপ্রকাশ করা হল মার্কিন রিপোর্টে।
মার্কিন সন্ত্রাসদমন বিশেষজ্ঞ সেথ জি জোন্স জানিয়েছেন, ২০১৭ সালে আল-কায়দার শক্ত ঘাঁটি হিসেবে উঠে আসছে ভারতীয় উপ-মহাদেশ। জোন্সের মতে, গত পাঁচ বা ১০ বছর আগে আফগানিস্তানে যে হারে জঙ্গিসংখ্যা বৃদ্ধি পেত, সেই নিরিখে কোনও অংশে পিছিয়ে নেই বর্তমান শক্তিবৃদ্ধির হার।
তিনি বলেন, আফগানিস্তানের হেলমন্দ, কান্দাহার, জাবুল, পাকটিকা, গজনি, এবং নুরিস্তান প্রদেশে কয়েক’শ জন আল কায়দায় যোগ দিয়েছে। জোন্সের মতে, এর প্রধান কারণ হল আফগানিস্তানে তালিবান, তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও লস্কর-ই-জঙ্গভির সঙ্গে আল কায়দার সম্পর্ক।
অন্যদিকে, বাংলাদেশেও আল-কায়দা ভীষণ রকম সক্রিয় বলে জানিয়েছেন ওই মার্কিন বিশেষজ্ঞ। তিনি বলেন, নিজেদের জনসংযোগ বিভাগ আস-সাহাব এর মাধ্যমে ভারতীয় উপ-মহাদেশে ব্যাপকহারে প্রচার চালাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতীয় উপমহাদেশে আল-কায়দার শাখা সংগঠন (একিউআইএস) গঠন করার ঘোষণা করেছিল শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি। ওই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে প্রাক্তন হরকত-উল-জিহাদি-ইসলামি (হুজি) জঙ্গি তথা ভারতীয় নাগরিক অসীম উমর।