দাবানলে সঙ্কটে দেশ, ভারত সফরে আসছেন না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
জাপান সফর বাতিল নিয়ে শুক্রবার কিছু জানাননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
সিডনি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিলেও তা রক্ষা করতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দাবানলের কারণে নিউ সাউথ ওয়েলস, উত্তর উপকূল, উত্তর মধ্য উপকূল, দক্ষিণ উপকূলের কিছু অংশ সহ সিডনির বেশ কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত। প্রায় ৫.৯ হেক্টর অঞ্চল ইতিমধ্যেই আগুনের গ্রাসে। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে ২০টি প্রাণ। কত পশুপাখির যে মৃত্যু হয়েছে, তার কোনও ইয়ত্তা নেই। দাবানলের কবলে পড়ে আড়াই হাজারের ওপরে বাড়ি ভস্মিভূত হয়েছে, তার মধ্যে হাজারের ওপর বাড়ি ছিল হাজার হাজার মানুষের নিরাপদ আশ্রয়। এই পরিস্থিতিতে দেশে যে সঙ্কট তৈরি হয়েছে তা মোকাবিলা করতে হচ্ছে প্রধানমন্ত্রী স্কট মরিসনকে। ১৩ থেকে ১৬ জানুয়ারি,তাঁর ভারত সফরের কথা ছিল। তবে তিনি জানিয়ে দিয়েছেন, এইবার তাঁর ভারতে আসা হচ্ছে না। এমন সঙ্কটে দেশ ছেড়ে বিদেশ ভ্রমণ করবেন না অজি প্রধানমন্ত্রী।
#BREAKING: Aerial firefighting efforts will get another $11m boost from the Federal Government today, to help combat these terrible #bushfires. This is on top of the $15 million already provided each year. pic.twitter.com/9m4IS4EWqd
— Scott Morrison (@ScottMorrisonMP) December 11, 2019
উল্লেখ্য, ভারত থেকে জাপানেও যাওয়ার কথা ছিল মরিসনের। সেখানে ২ দিনের সফর করার কথা ছিল তাঁর। যদিও জাপান সফর বাতিল নিয়ে শুক্রবার কিছু জানাননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।