এক্সপ্লোর
Advertisement
আজহার ইস্যুতে চিনকে পাল্টা? ‘সন্ত্রাসবাদী’ উইঘুর নেতাকে সফরের অনুমতি দিল্লির
বেজিং: বিচ্ছিন্নতাবাদী উইঘুর নেতা ডোলকুন ইসাকে ভারত সফরের অনুমতি দেওয়া নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করল চিন। ইসা বিশ্ব উইঘুর কংগ্রেস (ডব্লু ইউ সি) সংগঠনের সদস্য। মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে হিংসা, অশান্তির পিছনে ওই সংগঠনের মদত আছে বলে দাবি চিনের।
পঠানকোটে সন্ত্রাসবাদী হামলার মাথা জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণার জন্য রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রয়াস ভেস্তে দিয়েছে চিন। তার পাল্টা জবাব হিসাবেই চিনের কুনজরে পড়া বিশ্ব উইঘুর কংগ্রেস নেতাদের সফরের অনুমতি দিয়েছে ভারত, এমনই ব্যাখ্যা কূটনৈতিক মহলের।
ইসাকে এ মাসের শেষে এ দেশে এসে তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে ভারত সরকার, এহেন খবর সম্পর্কে লিখিত প্রতিক্রিয়া দিয়ে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, পুরো বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে এটাই বলতে চাই যে, ওই উইঘুর নেতা ইন্টারপোলের রেড কর্নার নোটিস ও চিনা পুলিশের তালিকায় থাকা সন্ত্রাসবাদী। বিচার করে তাঁকে সাজা দেওয়া সংশ্লিষ্ট সব দেশেরই দায়িত্ব।
প্রসঙ্গত, জিনজিয়াং নিয়ে গত বেশ কয়েক বছর ধরেই চিনকে ব্যতিব্যস্ত করে রেখেছে উইঘুররা। চিনের বাকি জায়গা থেকে অবাধে হান গোষ্ঠীর জিনজিয়াঙে ঢুকে পড়ার বিরুদ্ধে সরব উইঘুররা। চিনের অভিযোগ, তাদের খেপিয়ে তুলে সন্ত্রাসবাদী নাশকতা ঘটাচ্ছে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট গোষ্ঠী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement