এক্সপ্লোর
Advertisement
ললিত মোদীর সেন্ট লুসিয়ার নাগরিকত্বের আবেদনের বিরোধিতা সিবিআই-এর
নয়াদিল্লি: দুর্নীতির দায়ে অভিযুক্ত ললিত মোদী সেন্ট লুসিয়ার নাগরিকত্বের আবেদন জানানোর পরেই নড়েচড়ে বসল ভারত। তাঁর এই আবেদনের বিরোধিতা করে ইন্টারপোলের মাধ্যমে ভারতে দায়ের হওয়া মামলাগুলির বিষয়ে তথ্য পাঠিয়েছে সিবিআই।
ইন্টারপোল সূত্রে জানা গিয়েছে, সিবিআই-এর এই রিপোর্টে বলা হয়েছে, প্রাক্তন আইপিএল চেয়ারম্যানের বিরুদ্ধে বহু কোটি টাকার আর্থিক দুর্নীতি সহ অসংখ্য অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। লন্ডন থেকে আর ভারতে ফেরেননি তিনি। এখন আবার সেন্ট লুসিয়ার নাগরিক হতে চাইছেন। ললিতের এই আবেদন মঞ্জুর করা উচিত নয়।
চলতি বছরের শুরু থেকে সেন্ট লুসিয়া সরকার সেদেশে বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া চালু করেছে। দেশে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রকল্প বলে সেন্ট লুসিয়ার সরকারি সূত্রে জানা গিয়েছে। কিন্তু কাউকে নাগরিকত্ব দেওয়ার আগে তাঁর বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে। আবেদন করলেই নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। সিবিআই-এর এই রিপোর্টের পর ললিতের সেন্ট লুসিয়ার নাগরিকত্ব পাওয়া কঠিন হয়ে গেল বলেই মনে করছেন সেদেশের সরকারি আধিকারিকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement