চিনা বায়ুসেনায় অন্তর্ভুক্ত হল চতুর্থ প্রজন্মের ‘জে-২০’ স্টেলথ যুদ্ধবিমান

বেজিং: সামরিক বাহিনীতে অত্যাধুনিক ‘জে-২০’ যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করল চিন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান শত্রু-রেডারে ধরা পড়ে না বলে দাবি করেছে পিএলএএফ।
চিনের জাতীয় নিরাপত্তা মন্ত্রকের মুখপাত্র কর্নেল য়ু কিয়ান জানান, জে-২০ যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড়ান নির্ধারিত সময় অনুযায়ী করা হচ্ছে।
জানা গিয়েছে, ‘জে-২০’ যুদ্ধবিমানটি চতুর্থ প্রজন্মের মাঝারি ও দূরপাল্লার যুদ্ধবিমান। ২০১১ সালে প্রথমবার আকাশে ওড়ে এই বিমান। গত বছর নভেম্বর মাসে ঝুহাইতে অনুষ্ঠিত একাদশ এয়ারশো চায়না-তে প্রকাশ করা হয় এই বিমান।
বিশেষজ্ঞদের দাবি, এই বিমানের অন্তর্ভুক্তি ভারত-চিন বায়ুসেনার মধ্যে একটা ভারসাম্য আনবে। ইতিমধ্যেই পাকিস্তান এই বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।






















