এক্সপ্লোর
Advertisement
আপত্তি উড়িয়ে দলাই লামাকে বৌদ্ধধর্মের সেমিনারে ডাকায় ভারতকে হুমকি চিনের
বেজিং: দলাই লামাকে ডাকায় ভারতকে হুমকি চিনের। বেজিংয়ের আপত্তি না শুনে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। গত ১৭ মার্চ বিহারের রাজগীরের নালন্দায় বৌদ্ধধর্মের ওপর আন্তর্জাতিক সেমিনারের সূচনা করেন ৮১ বছরের তিব্বতী ধর্মগুরু। বিভিন্ন দেশের বিশেষজ্ঞরাও এসেছিলেন।
এ ঘটনায় ক্রুদ্ধ বেজিং কঠোর সুরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং বলেছেন, সম্প্রতি চিনের তীব্র বিরোধিতা, আপত্তি পুরোপুরি উড়িয়ে বৌদ্ধধর্ম সংক্রান্ত আলোচনাসভায় দলাই লামাকে আমন্ত্রণ জানাতে নাছোড়বান্দা হয়ে ওঠে ভারত। চিন এর তীব্র বিরোধী। আমরা বলছি, ভারত যেন দলাই চক্রের স্পষ্ট চিন-বিরোধী বিভাজনকারী চেহারা বুঝে নেয়, তিব্বত ও সেই সংক্রান্ত প্রশ্নে আগের দেওয়া প্রতিশ্রুুতি পালন করে, চিনের মৌলিক উদ্বেগকে সম্মান দিয়ে ভারত-চিন সম্পর্কে বাধা, প্রতিকূূলতা এড়ানোর চেষ্টা করে।
১৯৫৯-এ চিনের তত্কালীন শাসকদের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর পালিয়ে ভারত চলে যাওয়া দলাই লামাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে বেজিং। কিছুদিন আগে চিন দলাইয়ের অরুণাচল প্রদেশে সফর নিয়েও আপত্তি জানায়। চিন অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র পরিষ্কার বলেন, দলাই লামার বিতর্কিত অঞ্চলে যাওয়া নিয়ে তাঁদের প্রবল আপত্তি আছে। চিন-ভারত সীমান্ত বিরোধে পূবদিক নিয়ে চিনের অবস্থান স্পষ্ট, অবিচল। দলাই চক্র বরাবর চিন-বিরোধী কার্যকলাপে জড়িত, সীমান্ত প্রশ্ন তাদের অবস্থানও তেমন ভাল নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement