এক্সপ্লোর
Advertisement
‘মাংস ভাল মানের হবে’, মালয়েশিয়ায় এবার থেকে গরুদের সামনে হবে কোরান পাঠ?
কুয়ালালামপুর: গরুরা কোরান পাঠ শুনলে তাদের মধ্যে শান্তি প্রসারিত হবে, ফলে মাংসও পাওয়া যাবে ভাল মানের। এই বিশ্বাসে এবার থেকে মালয়েশিয়ায় গরুদের সামনে হতে পারে কোরান পাঠ। স্থানীয় কেলান্টান প্রদেশের এক্সিকিউটিভ কাউন্সিলের জনৈক সদস্য চে আবদুল্লা মাত নাওয়ি এই প্রস্তাব দিয়েছেন।
চে বলেছেন, কোরান পাঠে মানুষ যখন শান্তি পান, তখন পশুদের ক্ষেত্রেও একই ফল মেলা উচিত। গরু যদি শান্ত থাকে, শান্তিপূর্ণ পরিবেশে থাকে তবে তার মাংসও হবে ভাল মানের। তাই তাঁর এই গরুদের সামনে কোরান পাঠের প্রস্তাব।
তবে ঠিক কবে থেকে এই প্রস্তাব কার্যকর হবে তা এখনও ঠিক হয়নি, কেলান্টান প্রদেশে চে-র দল প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি ক্ষমতাসীন হলেও তারা নিজে থেকে এ নিয়ে কিছু করতে চায় না। চে-র আশা, স্থানীয় কৃষকরা তাঁর এই প্রস্তাব হাতে কলমে করে দেখবেন।
প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি বা পিএএস গোঁড়া ইসলামীয় দল হিসেবে পরিচিত। তারা কেলান্টানে ইসলামের শরিয়ত আইন চালু করতে চায়। হুদুদ নামে এই আইনে চুরির জন্য হাত কেটে নেওয়া ও ব্যাভিচারের জন্য পাথর ছুঁড়ে খুন করার নিয়ম রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement