এক্সপ্লোর
দিনে ক’বার নমাজ পড়েন? পাক অধিকৃত কাশ্মীরে আদালত কর্মীদের বেতন নির্ধারিত হবে তার ভিত্তিতে
![দিনে ক’বার নমাজ পড়েন? পাক অধিকৃত কাশ্মীরে আদালত কর্মীদের বেতন নির্ধারিত হবে তার ভিত্তিতে Daily Prayers To Determine Salary Of Court Employees In Pok দিনে ক’বার নমাজ পড়েন? পাক অধিকৃত কাশ্মীরে আদালত কর্মীদের বেতন নির্ধারিত হবে তার ভিত্তিতে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/19163958/muslims-offering-namaz.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আর কিছু না হোক, পাক অধিকৃত কাশ্মীরের আদালত কর্মীদের এবার থেকে নমাজটা পড়তে হবে নিয়ম করে। সেখানকার প্রধান বিচারপতি হুকুম দিয়েছেন, আদালত কর্মীদের প্রতিদিন ঠিক সময়ে নামাজ পড়তে হবে- তা সে আদালতের ভেতরেই হোক বা বাইরে। ঠিক সময়ে নিয়ম মত নামাজ পড়ার ভিত্তিতে ঠিক হবে তাঁদের মাইনে বাড়বে কিনা।
পাক অধিকৃত কাশ্মীরের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শনিবারই শপথ নিয়েছেন ইব্রাহিম জিয়া। তারপরেই নামাজ পাঠ বাধ্যতামূলক করেছেন। নির্দেশ দিয়েছেন, প্রত্যেক কর্মীকে নিয়ম মেনে, ঠিক সময়ে নামাজ পড়তে হবে। কার্যত এটা জীবন মরণের প্রশ্ন কারণ তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধি এর ওপরেই নির্ভর করছে।
জিয়া নিজেও কিছু নামাজ পাঠের শরিক হবেন বলে জানিয়েছেন।
কিন্তু কী করে বোঝা যাবে নামাজ পাঠের নামে কেউ ফাঁকি দিচ্ছেন কিনা? তার সমাধানও আছে বিচারপতির কাছে। তিনি বলেছেন, সকলের ওপর গোপন নজরদারি চালাবে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)