পাকিস্তানে মুক্তি পেতে পারে আমির খানের ‘দঙ্গল’
![পাকিস্তানে মুক্তি পেতে পারে আমির খানের ‘দঙ্গল’ Dangal May Release In Pak Soon Local Distributors পাকিস্তানে মুক্তি পেতে পারে আমির খানের ‘দঙ্গল’](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/14221250/Aamir-Khan-Dangal1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: সব ঠিকঠাক চললে শীঘ্রই পাকিস্তানেও মুক্তি পেতে পারে আমির খান –অভিনীত ‘দঙ্গল’।
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেদেশের তথ্য, সম্প্রচার ও জাতীয় ঐতিহ্য মন্ত্রক এবং বাণিজ্য মন্ত্রক যৌথভাবে প্রধানমন্ত্রীর নওয়াজ শরিফের কাছে ছবির মুক্তি চেয়ে আবেদন করেছে।
পাকিস্তানে ছবির মুক্তি নিয়ে আশাবাদী ডিস্ট্রিবিউটররাও। পাকিস্তানের অন্যতম শীর্ষ ছবি ডিস্ট্রিবিউটর ‘জিও ফিল্ম’-এর মহম্মদ নাসির জানান, হয়ত ছবির মুক্তির দিন এক সপ্তাহ পিছোতে পারে।
তাঁর স্বীকারোক্তি, কিছু বাধা রয়েছে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তিনি এ-ও দাবি করেন, পাকিস্তানে দঙ্গল মুক্তি পাচ্ছে না বলে যে খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা অসত্য।
ভারতীয় ছবি মু্ক্তির ওপর স্বেচ্ছায় তিনমাস নিষেধাজ্ঞা জারি করে সেদেশের সিনেমা হলমালিকগুলি। এর ফলে, সেখানকার হলগুলিকে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। সম্প্রতি, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
জানা গিয়েছে, জিও ফিল্মের তরফে সরাসরি আমির খানের সঙ্গে যোগাযোগ করা হয়। কারণ, আমির এই ছবির প্রযোজকও বটে। মন্ত্রকেরের এক কর্তা জানান, এখন নওয়াজ শরিফের ওপরই সব নির্ভর করছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)