এক্সপ্লোর
Advertisement
বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হোক, চায় না পাকিস্তান: ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ
নয়াদিল্লি: বাংলাদেশের রাজধানী ঢাকায় জঙ্গি-হামলার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলেই মনে করছে এদেশের বিশেষজ্ঞরা।
সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে অবসরপ্রাপ্ত কমোডোর রঞ্জিত বি রাই জানান, বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বাবা শেখ মুজিবুর রহমানের হত্যার পর থেকেই এই প্রতিজ্ঞা করেছিলেন হাসিনা। তবে, রাইয়ের অভিযোগ, পাকিস্তান কখনই চায় না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা পাক।
অবসরপ্রাপ্ত এই নৌ-অফিসার দাবি তোলেন, এখনই ভারতের উচিত নিজের গোয়েন্দা-তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করার। পাকিস্তান কী করতে পারে, নয়াদিল্লির উচিত ঢাকাকে জানানো।
রাই মনে করেন, ঢাকার হামলা পুরোটাই জেহাদি-মনস্ক। এর কারণ হিসেবে তিনি বলেন, জঙ্গিরা ঢুকে পণবন্দিদের কোরান পাঠ করতে বলে। যাঁরা পারেন, তাঁদের ছেড়ে দেওয়া হয়। আর যাঁরা পারেননি, তাঁদের মেরে ফেলা হয়। নিহতদের মধ্যে অধিকাংশই বিদেশি। এর থেকেই স্পষ্ট, হামলাকারীরা কট্টর-মনোভাবাসম্পন্ন ছিল।
শুক্রবার রাতে ঢাকার অভিজাত রেস্তোরাঁ হোলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় মারা যান ২২ জন। মৃতদের মধ্যে রয়েছেন এক ভারতীয় মহিলা-সহ ২০ জন বিদেশি ও ২ জন পুলিশকর্মী। জখম হন আরও ৩৬। প্যারা কম্যান্ডোদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৬ জঙ্গির। একজনকে জীবিত পাকড়াও করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement