‘পরের বারের জন্য তোলা থাকল’, বাণিজ্য চুক্তি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভারতের ব্যবহারে ‘ক্ষুব্ধ’ ট্রাম্পের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেও, ভারতের ব্যবহারে তিনি যে ‘ক্ষুব্ধ’ তার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
ওয়াশিংটন: ভারত সফরে আসার আগেই বাণিজ্য চুক্তির জল্পনায় জল ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তি পরের বারের জন্য তুলে রাখা হচ্ছে।’ আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচন হতে চলেছে। ট্রাম্প জানান, তার আগে এই চুক্তি সম্ভব হবে কি না, সেই নিয়েও সংশয় প্রকাশ করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে জোর জল্পনা, হয়ত ট্রাম্পর এই সফরে কোনও বড় বাণিজ্য চুক্তি হবে না।
আগামী ২৪ তারিখ ২দিনের ভারত সফরে আসছেন ট্রাম্প। মঙ্গলবার, সেন্ট অ্যান্ড্রুজ এয়ার বেসে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করব। একটা বিশাল বড় চুক্তি হবে। সেটা করবই। তবে, আগামী নির্বাচনের আগে তা সম্ভব হবে কি না, জানি না। তিনি যোগ করেন, আমরা ভারতের সঙ্গে চুক্তি করতেই পারি। তবে, পরের বারের জন্য বাঁচিয়ে রাখছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেও, ভারতের ব্যবহারে তিনি যে ‘ক্ষুব্ধ’ তার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বলেন, ভারত আমাদের সঙ্গে ভাল ব্যবহার করেনি। তবে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভীষণ পছন্দ করি। ওনার সঙ্গে সাক্ষাত করার জন্য মুখিয়ে আছি। সূত্রের খবর, মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লিথিজার, তিনি ট্রাম্পের সফরসঙ্গী হচ্ছেন না। যা চুক্তি না হওয়ার সম্ভাবনাকে আরও জোরাল করেছে।