এক্সপ্লোর
Advertisement
ইসলামাবাদে রাতের আকাশে চক্কর এফ-১৬ বিমানের, যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের?
নয়াদিল্লি: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় কি পাকিস্তান ভয় পেয়ে গিয়েছে? পাকিস্তানের সাংবাদিক হামিদ মীরের দাবি, বৃহস্পতিবার রাত ১০.২০ থেকে ইসলামাবাদের আকাশে চক্কর দিতে শুরু করেছে এফ ১৬ যুদ্ধ বিমান!
চারটি এফ ১৬ কে উড়তে দেখা গিয়েছে বলে দাবি জিও নিউজের সম্পাদক হামিদ মীরের! এর জেরে আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা।
এবিপি আনন্দের সঙ্গে কথা বলতে গিয়ে হামিদ মির জানান, ইসলামাবাদের কাছে মোটোরওয়ে সড়কে দুপুরে যুদ্ধ বিমানের অবতরণের খবর পাওয়া গিয়েছিল। অফিস থেকে বাড়ি ফিরে তিনি আকাশে চারটি যুদ্ধবিমানকে উড়তে দেখেন। এই যুদ্ধবিমানগুলি তীব্র আওয়াজ করে উড়ছিল। সেগুলি প্রায় চার-পাঁচবার চক্কর কাটে।
F-16 planes flying at 10:20 pm over Islamabad
— Hamid Mir (@HamidMirGEO) September 22, 2016
এরপরই হামিদ মীর পাকিস্তানের সেনা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সেনা আধিকারিকরা জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা মহড়া মাত্র।
পাকিস্তানের অন্য একটি চ্যানেল ARY নিউজের দাবি, এটা পাকিস্তানের রুটিন মহড়া।
উল্লেখ্য, ১৯৮৩ সালে আমেরিকা পাকিস্তানকে এফ ১৬ যুদ্ধ বিমান দেয়।এখন পাকিস্তানের হাতে ৭৬টি এফ ১৬ রয়েছে।
প্রেসিডেন্ট হাউস,সংসদ ভবন, সুপ্রিম কোর্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে ইসলামাবাদে। সে কারণেই আকাশপথে এফ ১৬ মোতায়েন করে পাকিস্তানের এই প্রস্তুতি হতে পারে।
পাকিস্তানের অত্যাধুনিক এফ ১৬--এর মোকাবিলায় ভারতের হাতে আছে, সুখোই,মিরাজ, মিগ ২৯ এবং দেশিয় প্রযুক্তিতে তৈরি তেজস।কার্গিল যুদ্ধেও মিরাজ বিমান ব্যবহার করেছিল ভারত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement