Pakistan: শর্তপূরণে ব্যর্থ, ‘ধূসর তালিকা’তেই থাকছে পাকিস্তান
বহুদিন ধরে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বিচারে ধূসর তালিকাভুক্ত দেশ পাকিস্তান।
নয়া দিল্লি: ২৭টি শর্তপূরণ করতে বলা হয়েছিল পাকিস্তানকে, সেখানে ২৬টি শর্তপূরণ করলেও বাকি রয়েছে আরও একটি। সেই কারণে, ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (FATF) এর ধূসর তালিকাতেই থেকে গেল পাকিস্তান। প্যারিসে চলা পূর্ণাঙ্গ অধিবেশনে ইমরান খানের দেশকে রীতিমত হুঁশিয়ারিও দিয়েছে এফএটিএফ। সূত্রের খবর, তাঁরা জানিয়েছে, পাকিস্তান যদি এখনই লস্কর ও জইশের মতো জঙ্গিগোষ্ঠীগুলোকে আর্থিক মদত দেওয়া বন্ধ না করে তা হলে আগামী দিনে সমস্যার মুখে পড়তে হতে পারে তাদের।
সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে বহুদিন ধরে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বিচারে ধূসর তালিকাভুক্ত দেশ পাকিস্তান। গত ২০১৮ সাল থেকে ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। ততদিন থেকে এই তালিকা থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে পাকিস্তান। এই ধূসর তালিকাভুক্ত হওয়ার কারণে আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাঙ্ক এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আর্থিক সাহায্য পেতে সমস্যা পোহাতে হয় পাকিস্তানকে।
আরও পড়ুন, বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রি করছেন ইমরান, পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
২০১৯-এর অক্টোবরের মধ্যে তাদের বেঁধে দেওয়া শর্তগুলো পূরণ করার জন্য চাপ দিয়েছিল এফএটিএফ। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা পূরণ করতে পারেনি পাকিস্তান। ফলে তাদের ধূসর তালিকাতেই রেখে দেয় এফএটিএফ। শর্ত পূরণে ব্যর্থ হলে এরপর কালো তালিকাভুক্ত করা হতে পারে পাকিস্তানকে, এমনটাই জানান হয়েছে।
সাম্প্রতিক সময়েও সন্ত্রাসদমনে পাকিস্তানের ভূমিকায় সন্তুষ্ট হতে পারেননি সন্ত্রাসবিরোধী আর্থিক সংস্থা এফএটিএফ। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি হামলা এই শর্ত পূরণের ক্ষেত্রেও নয়া মাত্রা যোগ করেছে।