এক্সপ্লোর
Meaning of Colours: লাল-নীল-সাদা, বাদ যায় না কোনওটিই, বিশেষ অর্থ বহন করে প্রত্যেকটি রং
Symbolic Colours: এই পৃথিবীতে এমনি কিছুই হয় না। রংও অর্থবহ। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

রং বলতে কি শুধুই রঙিন পোশাক? মনে রং লাগার কথাও শুনি আমরা।
2/10

এই পৃথিবীর কিছুই এমনি এমনি নয়। রং-ও শুধুমাত্র রং নয়। প্রত্যেক রং আলাদা আলাদা অর্থ বহন করে।
3/10

বিভিন্ন সংস্কৃতিতে লাল রংয়ের ভিন্ন অর্থ রয়েছে। লাল রং জীবন, সুস্বাস্থ্য, সাহসিকতা, যুদ্ধ, সাহসিকতা, ভালবাসা এমনকি ধর্মবিশ্বাসেরও প্রতীক। আবার রাগে চোখ-মুখ রক্তবর্ণ হওয়ার নজিরও রয়েছে। রোম, চিনে সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে গন্য হয় লাল রং।
4/10

সাদা রং-কে পবিত্রতা এবং উৎকর্ষের প্রতীক হিসেবে ধরা হয়। ধর্মীয় অনু্ষ্ঠানে সাদার ব্যবহার চোখে পড়ে। ২০০০ বছর আগে রোমে বিয়ের সময় পাত্রীরা সাদা পোশাক পরতেন, যার অর্থ ছিল অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করেননি তিনি। ১৮৪০ সালে রানি ভিক্টোরিয়া সাদা গাউন পরে বিয়ে সারেন। সেই থেকে বহুল ব্যবহার শুরু। আবার এশীয় দেশগুলিতে শেষকৃত্যে সাদা পরার চল রয়েছে, যা শোক বোঝায়।
5/10

কালো রং-কে অনেক ক্ষেত্রেই অশুভ বলে ধরা হয়। মৃত্যু, ভয়, শোকের সঙ্গে এর সংযোগ তুলে ধরা হয়। রহস্য বোঝাতেও কালোর ব্যবহার হয়। ইতিহাসবিদদের মতে, মৃত্যুর পর কী হবে, তা ভেবে ভয় পেতেন প্রাচীন মানুষ। তাই মৃত্যুর সঙ্গে কালোর সংযোগ পাওয়া যায় অনেক সংস্কৃতিতে। তবে এসবই কুসংস্কার। ফ্যাশন জগতে আবার চাহিদা সবচেয়ে বেশি।
6/10

রাজকীয় কিছু বোঝাতে বেগুনি রংয়ের ব্যবহার হয়। আবার আভিজাত্য, সাম্রাজ্যবাদেরও প্রতীক। প্রাচীন রোম এবং ইংল্যান্ডে রাজ পরিবারের সদস্য ছাড়া কারও বেগুনি রংয়ের পোশাক পরার অনুমতি ছিল না। বেগুনি রং আধ্যাত্মিকতা, শুদ্ধতারও প্রতীক। যে কারণে রাজা-রানি নিজেদের ঈশ্বরের দূত হিসেবে তুলে ধরতেন।
7/10

মানুষের চোখে আকাশের রং যেহেতু নীল, তাই নীল রংকে সত্যের প্রতীক হিসেবেও ধরা হয়। বর্তমানে দুঃখ, কষ্ট বোঝাতেও নীল রং ব্যবহার করা হয়। তবে মনোবিদদের মতে, নীল রং দেখে অনেকের মন ভাল হয়ে যায়। স্কটল্যান্ডের গ্লাসগো, জাপানের নারায় রাস্তায় নীল আলো বসানোর পর অপরাধ কমে গিয়েছে বলেও দাবি শোনা যায়।
8/10

সবুজ অর্থাৎ প্রকৃতি, আমাদের সুন্দর পৃথিবীর শ্যামল পরিবশ। সবুজ বুদ্ধিমত্তারও প্রতীক। প্রাচীন মিশরের মানুষের বিশ্বাস ছিল, মৃত ব্যক্তির আত্মাকে সবজ পাহাড়ে নিয়ে যেতেন দেবতা টথ, যেখানে জীবন ছিল অনন্ত, জ্ঞানের ব্যাপ্তি ছিল শাশ্বত। আবার সবুজ রংকে হিংসার প্রতীক হিসেবেও ধরা হয়।
9/10

হলুদকে আনন্দ, উষ্ণতার প্রতীক হিসেবে ধরা হয়। সূর্যকে সামনে রেখে অনেক সংস্কৃতিতে হলুদ রং সৃষ্টিরও প্রতীক। মিশর এবং চিনে হলুদ রংয়ের পোশাক পরতেন রাজা-রানি, অভিজাত এবং ধর্মগুরুরা। নিজেদের ঈশ্বরের দূত বোঝাতেই এমন পোশাক চয়ন করতেন।
10/10

কমলা রং শক্তি, উৎসাহ, উদ্দীপনা এবং সৃজনশীলতার প্রতীক হিসেবেও গন্য হয়। নীলের সঙ্গে সবচেয়ে বেশি ফুটে ওঠে কমলা। তাই মহাকাশচারীদের পোশাকে অনেক ক্ষেত্রে কমলা রং ব্যবহার করা হয়।
Published at : 15 Oct 2024 08:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
