এক্সপ্লোর
Saudia Arabian Snow Fall: সৌদির মরুভূমিতে ভারী তুষারপাত, সামনে এল বেনজির দৃশ্য, ছবি-ভিডিও ভাইরাল
Viral News: বেনজির দৃশ্য রুক্ষ-শুষ্ক মরুভূমিতে। ভিড় করছেন মানুষজন। ছবি: Saudi Press Agency
ছবি: Saudi Press Agency
1/10

তীব্র দাবদাহ থেকে মুক্তি পেলেও, পুরোদস্তুর শীত আসতে এখনও দেরি রয়েছে ভারতে। কিন্তু অভূতপূর্ব পরিস্থিতি সৌদি আরবে। সেখানকার বিস্তীর্ণ মরুভূমি ঢেকে গিয়েছে বরফে। তুষারপাতের পর মরুভূমির যেদিকে চোখ যাচ্ছে, শ্বেতশুভ্র গুঁড়ো বরফ চোখে পড়ছে শুধু।
2/10

সোশ্যাল মিডিয়ার দৌলতে মরুভূমিতে ভারী তুষারপাতের সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, বিস্তীরণ মরুভূমির উপর তুষার জমা হয়ে রয়েছে। শ্বেতশুভ্র তুষাররাশির নীচে চাপা পড়ে গিয়েছে মরুভূমির হলদেটে বালুকারাশিও।
Published at : 07 Nov 2024 10:11 PM (IST)
আরও দেখুন






















