এক্সপ্লোর
Advertisement
১২,০০০ কিলোমিটার পথ পেরিয়ে লন্ডন থেকে চিন পৌঁছল ট্রেন
বেজিং: হুইস্কি আর শিশুদের দুধ নিয়ে ব্রিটেন থেকে প্রথম সরাসরি মালবাহী ট্রেন পৌঁছল চিনে। ১২,০০০ কিলোমিটার পথ পেরিয়ে ট্রেনটি এসে দাঁড়িয়েছে পূর্ব চিনের শহর ইয়ুতে। এটিই বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেলপথ।
পশ্চিম ইউরোপের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করতে চিন যে আধুনিক সিল্ক রুট তৈরি করতে চাইছে, এই সফর সেই প্রচেষ্টারই অন্যতম ফসল।
হুইস্কি, দুধ ছাড়াও ইস্ট উইন্ড নামে এই ট্রেনে ছিল ওষুধপত্র ও মেশিন। ১০ এপ্রিল লন্ডন ছাড়ে এটি। ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া ও কাজাখস্তান পেরিয়ে ২০দিন পর ট্রেন এসে পৌঁছেছে চিনের পূর্ব ঝেজিয়াং প্রদেশের ইয়ুতে।
রাশিয়ার বিখ্যাত ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে থেকে এই পথ দীর্ঘ। তবে ২০১৪-য় চালু হওয়া চিন-মাদ্রিদ রেলপথের থেকে হাজার কিলোমিটারের মত ছোট। চিনের রেলওয়ে কর্পোরেশনের সঙ্গে মালবাহী পথে যুক্ত হওয়া পঞ্চদশ শহর হল লন্ডন। সরকারি এই রেলওয়ে সংস্থার দাবি, তাদের পরিষেবা বিমান যাত্রার থেকে সস্তা আবার জাহাজ যাত্রার থেকে দ্রুত।
যদিও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই প্রচণ্ড খরচসাপেক্ষ প্রকল্প আদৌ কোনও উপকারে লাগবে কিনা তা নিয়ে। আর্থিকভাবে যদি লাভ আসেও তাহলে সে জন্য বহু সময় লাগবে বলে তাঁরা মনে করছেন।
চিনের সঙ্গে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিরও ট্রেন যোগাযোগ রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement