এক্সপ্লোর
Advertisement
মৌলভী বাজারে তল্লাশি চলাকালীন বাংলাদেশ পুলিশের উপর গ্রেনেড, গুলি জঙ্গিদের
ঢাকা: তল্লাশি চলাকালীন ফের বাংলাদেশ পুলিশের উপর হামলা সন্দেহভাজন জঙ্গিদের। ৭-৮ জন প্রথম সারির জামাত জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। আজ সকালে ঘিরে ফেলা হয় মৌলভী বাজার সদর উপজেলার বরহাহাট ও সরকার বাজার এলাকার দুটি বাড়ি। সেইসময়ই সরকার বাজারের বাড়িটি থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। বেশ কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে র্যাব ও সন্ত্রাস দমন শাখার একটি দলও।
র্যাব-এর আধিকারিক এএসপি মৈনুদ্দিন বলেছেন, ঢাকা থেকে সন্ত্রাস দমন শাখার সদস্যরাও ঘটনাস্থলে হাজির হয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে।
সন্ত্রাস দমন শাখার আধিকারিক মহিবুল ইসলাম বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড ও সিলেটে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়ার পর তাঁরা মৌলভী বাজারে দুটি জঙ্গিঘাঁটির খবর পান। আজ সকাল থেকে শুরু হয় অভিযান। ওই অঞ্চলের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যে দুটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেই দুটি বাড়িরই মালিকরা লন্ডনে থাকেন। বাড়ির ভিতরে থাকা জঙ্গিদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন মহিবুল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement