এক্সপ্লোর
মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিবিদ্বেষ বাড়ছে, বলছেন কংগ্রেসের সদস্য অ্যামি বেরা

ছবি সৌজন্যে ট্যুইটার
ওয়াশিংটন: ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা, দোকান মালিক হার্নিস পটেল খুন হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে দীপ রাই নামে এক শিখ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ভারতীয়দের উপর একের পর এক হামলার ঘটনা নিয়ে এবার সরব হলেন মার্কিন কংগ্রেসের সদস্য অ্যামি বেরা। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিবিদ্বেষের ঘটনা বাড়ছে। শ্রীনিবাস হত্যার পাশাপাশি দীপের উপর আক্রমণেরও তদন্ত শুরু করেছে এফবিআই। কানসাস ও কেন্টের পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে বলে এফবিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে। এ প্রসঙ্গেই অ্যামি বলেছেন, ‘কানসাসের ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে, জাতিবিদ্বেষমূলক অপরাধ বাড়ছে। আমেরিকায় বিদেশি-ভীতি ও জাতিবিদ্বেষের কোনও স্থান নেই। প্রেসিডেন্ট থেকে শুরু করে আমেরিকার সব নাগরিককে জাতিবিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সৌভাগ্যবশত, কেন্টের ঘটনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন। তাঁর আরোগ্য কামনা করছি।’ সেনেটর মারিয়া ক্যান্টওয়েলও দীপের আরোগ্য কামনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিখ সম্প্রদায়ের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের ভূমিকা প্রশংসনীয়। দীপের উপর আক্রমণের ঘটনাকে জাতিবিদ্বেষ হিসেবেই দেখা হচ্ছে। আক্রমণকারীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















