এক্সপ্লোর
Advertisement
মার্কিন মুলুকে হিজাব পরিহিতাকে হেনস্থা, জানতে চাওয়া হল গ্রিন কার্ড আছে কিনা?
ওয়াশিংটন: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের সাতটি দেশ থেকে আসা উদ্বাস্তু ও শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারির পরই, মার্কিন মুলুকে একাধিক অনভিপ্রেত ঘটনা ঘটেই চলেছে। এবার মার্কিন মুলুকের এক ক্যাফেতে হিজাব পরিহিতা এক মহিলাকে দেখে সেখানে উপস্থিত অপর এক কাস্টমারের বিরুদ্ধে মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল। হিজাব পরা ওই মহিলার অনুমতি ছাড়া তাঁর ছবি তোলার পর মহিলার কাছে জানতে চাওয়া হয়, তাঁর কাছে গ্রিন কার্ড আছে কিনা?
তবে ঘটনার সময়ের পুরো কথপোকথনটিই রেকর্ড করে রাখেন ওই মহিলা। ৩৯ বছর বয়সি আসমা এলহুনি জানিয়েছেন, তিনি ওই কফি শপে বসে ল্যাপটপে কাজ করছিলেন। সেসময় হঠাত্ই সেই ব্যক্তি কফি শপে ঢুকে ওই মহিলার একাধিক ছবি তুলতে শুরু করেন। প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে বিরক্ত হন ওই মহিলা। তখন তিনি পাল্টা বলেন, আমিও আপনার ছবি তুলব। আর পুরো ঘটনাটির ভিডিও রেকর্ডিং করেন। সেসময়ই মহিলার গ্রিন কার্ড আছে কিনা, এই সংক্রান্ত তথ্য জানতে চান ওই ব্যক্তি। তবে তারপরই ওই ব্যক্তির এক বন্ধু এসে তাঁকে সরিয়ে নিয়ে যান। কারণ ওই মহিলার সঙ্গে সেসময় যা হচ্ছিল সেটা অনঅভিপ্রেত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement