এক্সপ্লোর
Advertisement
প্রথম মহিলা হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে মনোনীত হিলারি
ফিলাডেলফিয়া: হোয়াইট হাউস দখলের দৌড়ে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ইতিহাস তৈরি করলেন হিলারি ক্লিনটন। তিনি প্রথম মহিলা প্রার্থী হিসেবে কোনও রাজনৈতিক দলের এত বেশি সংখ্যক সমর্থন পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্যে মনোনীত হয়েছেন।
হিলারি ক্লিনটন, যিনি সেক্রেটারি অফ স্টেট, নিউইয়র্কের ফার্স্ট লেডি এবং সিনেটার, ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের চূড়ান্ত ভোটাভুটিতে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে তাঁর দলের চার হাজার ৭৬৪ জন সদস্যের সমর্থন পেয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
তবে হিলারি এই জয়ের সঙ্গে সঙ্গে তৈরি করলেন এক নয়া ইতিহাসেরও। তিনি টুইট করে লিখেছেন, এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ছোট্ট ছোট্ট মেয়ের জন্যে, যাঁরা বিশাল কিছু করার স্বপ্ন দেখেন। তিনি এরপর টুইট করে আরও লেখেন, আমরা মহিলারা একসঙ্গে আরও শক্তিশালী হয়ে লড়ব।
হিলারির নাম প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রথম প্রস্তাব করেছিল কংগ্রেসওম্যান বারবারা এ মিকুলস্কি। তিনি হচ্ছেন প্রথম ডেমোক্র্যাটিক পার্টির মহিলা প্রতিনিধি যিনি সিনেটে প্রতিধিত্ব করেছেন। এছাড়াও তিনি হলেন প্রথম মহিলা প্রতিনিধি যিনি সিনেট কমিটিতে ছিলেন। এই জয়ের পর তিনি বলেছেন, হিলারিকে তাঁরা হৃদয়ে দিয়ে পূর্ণ সমর্থন করবেন, যাতে তিনি প্রথম মহিলা প্রার্থী হিসেবে হোয়াইট হাউস দখলের দৌড়ে সফল হন।
মিকুলস্কি তাঁর বক্তৃতায় আরও বলেন, মহিলারা মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বাধা ভেঙেছেন। সমস্ত বাধা পেরিয়ে কলেজে গিয়েছেন, প্রথম ব্যবসায় পা রেখেছেন, প্রথম নাগরিকত্বের সম্মান পেয়েছেন। এবার সমস্ত বাধা টপকে একজন মহিলা হোয়াইট হাউস দখলের লক্ষ্যে সেখানকার দরজায় কড়া নাড়চ্ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement