আমি দঙ্গল দেখেছি, ভাল লেগেছে, মোদীকে জানালেন শি জিনপিং
আস্তানা: তিনি ‘দঙ্গল’ ছবি দেখেছেন। ছবিটি তাঁর ভালও লেগেছে। নরেন্দ্র মোদীকে এমনটাই জানালেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের জন্য কাজাখস্তানের আস্তানায় রয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই এদিন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হয়। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনাও হয়।
কিন্তু, এসবের মধ্যেই আমির খান অভিনীত দঙ্গল প্রসঙ্গও উঠে আসে দুই রাষ্ট্রনেতার আলোচনায়। মোদীকে শি জানান, দঙ্গল চিনে ভালই ব্যবসা করছে। তিনি নিজেও ছবিটি দেখেছেন।
প্রসঙ্গত, গত ৫ মে চিনে মুক্তি পায় দঙ্গল। ভারতীয় কুস্তিগীর মহাবীর সিংহ ভোগত এবং তাঁর কুস্তিগীর কন্যা গীতা ও ববিতা ফোগতের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই ছবিটি চিনের ফিল্ম ইন্ডাস্ট্রির বহু রেকর্ড ভেঙে চলেছে।
ইতিমধ্যেই তা ১১০০ কোটি টাকা আয় করে ফেলেছে। এখনও ছবিটি সেদেশের ৭ হাজার স্ক্রিনে সগৌরবে চলছে। নন-হলিউড ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করেছে দঙ্গল।