এক্সপ্লোর
দলের মহিলাদের উঁচু পদ দেওয়ার বদলে যৌন সুবিধে আদায় করেন ইমরান, অভিযোগ প্রাক্তন স্ত্রীর

ইসলামাবাদ: সামনেই পাকিস্তানে ভোট। তার আগে বোমা ফাটিয়েছেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। আত্মজীবনীতে তিনি লিখেছেন, দলের মহিলাদের উঁচু পদ দেওয়ার বদলে ইমরান তাঁদের থেকে যৌন সুবিধে আদায় করেন। এক সাক্ষাৎকারেও রেহাম অভিযোগ করেছেন, ইমরান প্রতিষ্ঠিত তেহরিক ই ইনসাফ দলে মহিলারা তখনই উঁচু পদ পান, যখন তাঁরা ইমরানের সঙ্গে বিছানায় যেতে রাজি থাকেন। কেউ বড় পদ চাইলে ইমরান নাকি সরাসরি তাঁকে জানিয়ে দেন, তাহলে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে। তাঁর আগামী বইতে এ বিষয়ে নাকি বিস্তারিত লিখেছেন রেহাম। রেহাম ইমরানের দ্বিতীয় স্ত্রী। বিয়ের ১৫ মাস পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সাক্ষাৎকারে রেহাম বলেছেন, ইমরান প্রধানমন্ত্রী হলে পাকিস্তানের পক্ষে তা অত্যন্ত খারাপ হবে। তাঁর বইয়ের কিছু অংশ এক হ্যাকার অনলাইনে ফাঁস করে দিয়েছেন। ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। তার আগে এ সব তথ্য ভোটারদের মধ্যে পৌঁছে গেলে ইমরানের পক্ষে তা অত্যন্ত খারাপ হবে। কয়েকজন অবশ্য প্রকাশের আগেই বইটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। রেহামকে আইনি নোটিশ পাঠিয়েছেন পাকিস্তানের এক সময়ের সেরা ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। তাঁর অভিযোগ, এই বইতে রেহাম নিজস্ব যাবতীয় ব্যক্তিগত কথা লিখে দিয়েছেন, তাতে তাঁর সম্মানহানি হয়েছে। এছাড়া রেহামকে আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁর প্রাক্তন স্বামী এজাজ রহমান, ব্রিটিশ ব্যবসায়ী সৈয়দ জুলফিকার বুখারি ও তেহরিক ই ইনসাফ দলের মিডিয়া কো অর্ডিনেটর অনিলা খাজা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















