মানস সরোবরের পথে ৪৭ ভারতীয় তীর্থযাত্রীকে আটকাল চিন, মীমাংসার চেষ্টা চলছে, জানাল বেজিং
![মানস সরোবরের পথে ৪৭ ভারতীয় তীর্থযাত্রীকে আটকাল চিন, মীমাংসার চেষ্টা চলছে, জানাল বেজিং In Talks With India Over Mansarovar Pilgrimage Issue China মানস সরোবরের পথে ৪৭ ভারতীয় তীর্থযাত্রীকে আটকাল চিন, মীমাংসার চেষ্টা চলছে, জানাল বেজিং](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/06/26175818/Kailash-mansarover-lake.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেজিং: কৈলাশ-মানস সরোবরের উদ্দেশে রওনা হওয়া ভারতীয় তীর্থাযাত্রীদের আটকে দেওয়ার বিতর্কে মুখ খুলল চিন। বেজিংয়ের মতে, বিষয়টি নিয়ে দুদেশের বিদেশমন্ত্রকের মধ্যে আলোচনা চলছে।
গত সপ্তাহে, মানস সরোবরের উদ্দেশে রওনা দেওয়া ৪৭ ভারতীয় তীর্থাযাত্রীকে আটকে দেয় চিন। ওই তীর্থযাত্রীরা সিকিমের নাথু লা গিরিপথের মধ্য দিয়ে মানস সরোবরে যাচ্ছিলেন। ভারত-চিন সীমান্তে তাঁদের আটকে দেওয়া হয়।
জানা গিয়েছে, গত ১৯ তারিখ ওই তীর্থাত্রীদের চিনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু, আবহাওয়া প্রতিকূল থাকায় তাঁদের রোখা হয়। তিনদিন বেসক্যাম্পে থাকার পর ফের তাঁরা ২৩ তারিখ রওনা হওয়ার চেষ্টা করলে, তাঁদের অনুমতি দেওয়া হয়নি।
এই প্রসঙ্গে এদিন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং সুহ্যাং জানান, দুদেশের বিদেশমন্ত্রকের মধ্যে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, শীঘ্রই এর মীমাংসা বের হবে।
যদিও, কেন ওই তীর্থাযাত্রীদের আটকে দেওয়া হয়েছে, সেই বিষয়ে মুখ খোলেনি বেজিং। তবে, কিছু চিনা আধিকারিক দাবি করেন, রাস্তা খারাপ থাকায় ভারতীয়দের যেতে দেওয়া হয়নি। মেরামত হলেই ফের যাত্রা চালু হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)